ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাসিবের সঙ্গে প্রতিযোগিতা নেই ডাকেটের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
হাসিবের সঙ্গে প্রতিযোগিতা নেই ডাকেটের হাসিব হামিদ ও বেন ডাকেট/ছবি:সংগৃহীত

চট্টগ্রাম: বাংলাদেশে সফরে এ পর্যন্ত তার ব্যাটই হেসেছে সবচেয়ে বেশি। ওয়ানডে ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে ছয় ইনিংস ব্যাট করে চারটিতেই হাফ সেঞ্চুরি।

শেষ দুটি প্রস্তুতি ম্যাচে তো তাকে আউটই করা যায়নি। তিনি বেন ডাকেট-ইংল্যান্ডের নতুন তারকা।
 
ইংল্যান্ডের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে না আসায় তার বদলে দলে যুক্ত হন ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া বেন ডাকেট। সুযোগ পেয়েই টিমকে ওয়ানডে সিরিজ জেতাতে মুখ্য ভুমিকা রেখেছেন সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তারকা। স্বপ্নের মতো অভিষেক ওডিআই সিরিজ কাটিয়ে বেন ডাকেট এখন টেস্ট অভিষেকের দোরগোড়ায়।
 
দুটি প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নেমেছেন। খেলেছেন দুটি দুর্দান্ত ইনিংস। ওপেনিংয়ে অ্যালিস্টার কুকের সঙ্গী হিসেবে যোগ্য দাবি জানিয়ে রাখলেন পারফরমেন্সে।
 
কিন্তু, নিরাপত্তার অজুহাতে না আসা আরেক ওপেনার অ্যালেক্স হেলসের জায়গায় নেওয়া হয়েছে ক্যারিয়ারের শুরুতেই ‘জিওফ বয়কট’ উপাধী পাওয়া ১৯ বছরের তরুণ হাসিব হামিদকে। হামিদ প্রথম প্রস্তুতি ম্যাচে তেমন কিছু করতে না পারলেও সোমবার (১৭ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলেছেন অপরাজিত ৫৭ রানের ইনিংস।
 
তাই ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট হয়তো অ্যালিস্টার কুকের সঙ্গী বেছে নিতে মধুর দ্বন্দ্বে আছেন। স্বাভাবিকভাবেই প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে বেন ডাকেটকে সেই প্রশ্ন করেন সাংবাদিকরা।

তার কাছে জানতে ওপেনিংয়ে হাসিব হামিদের সঙ্গে প্রতিযোগিতার বিষয়ে জানতে চাওয়া হলে উত্তরটা দিলেন কূটনৈতিকভাবে, ‘আমরা দুজনই টিমমেট। আমাদের মধ্যে সেরকম কোনো প্রতিযোগিতা নেই। যে সুযোগ পাবো সেই হবো লাকি। ’

বেন ডাকেট কথা বলেছেন টেস্ট সিরিজের আগে তার প্রস্তুতি নিয়েও। তিনি বলেন, ‘বেশ ভালোই প্রস্তুতি হয়েছে। নতুন বোলার, নতুন উইকেট। খুব দ্রুতই মানিয়ে নিয়েছি। আশা করছি, টেস্ট সিরিজে সুযোগ পেলে একইভাবে খেলতে পারবো। কোনো সমস্যা হবে না। ’
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘন্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।