ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪’শ তম টেস্ট জিতে মাঠ ছাড়লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
৪’শ তম টেস্ট জিতে মাঠ ছাড়লো পাকিস্তান ছবি:সংগৃহীত

ঢাকা: নিজেদের টেস্ট ইতিহাসের ৪’শ তম ম্যাচটি জিতে মাঠ ছাড়লো পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান-৫৭৯/৩ ডিক্লে. ও ১২৩
ওয়েস্ট ইন্ডিজ-৩৫৭ ও ২৮৯

৯৫ রানে ২ উইকেট হারানো ক্যারিবীয়রা ম্যাচের পঞ্চম ও শেষ দিন ব্যাটিংয়ে নেমে আরও ১৯৪ রান করতেই সবকটি উইকেট হারায়। দলের হয়ে ড্যারেন ব্রাভো সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত ১১৬ রানে বিদায় নিলে হার মানতে হয় দলটিকে। এটি তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

সফরকারীদের মধ্যে ৩৫ রান আসে রোস্টন চেজের ব্যাট থেকে। আর ৪০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জেসন হোল্ডার। পাকিস্তান বোলারদের মধ্যে তিন উইকেট পান মোহাম্মদ আমির। আর দুটি করে উইকেট দখল করেন ইয়াসির শাহ ও মোহাম্মদ নওয়াজ।

পাকিস্তানের প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করা আজহার আলী হন ম্যাচ সেরা।

২১ অক্টোবর আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।