ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলানিউজকে হারিয়ে কোয়ার্টারে চ্যানেল আই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
বাংলানিউজকে হারিয়ে কোয়ার্টারে চ্যানেল আই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেদের প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেও জয় পায়নি বাংলানিউজ ক্রিকেট দল। ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটে ‘ই’ গ্রুপের অন্যদল চ্যানেল আইয়ের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলানিউজ।

এর আগে এই গ্রুপে চ্যানেল আইয়ের বিপক্ষে ৯৮ রানের বড় ব্যবধানে হেরেছিল দৈনিক সংবাদ প্রতিদিন। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলানিউজের বিপক্ষে ২০ রানে জিতে দ্বিতীয়পর্বে উঠার লড়াইয়ে ছিল দলটি। কিন্তু, দুই ম্যাচের দুটিতে জেতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চ্যানেল আই।
 
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে সোমবার (১৮ অক্টোবর) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলানিউজের দলপতি সাজ্জাদ খান। চ্যানেল আই নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১০২ রান তোলে। জবাবে, রানরেটের ব্যবধানকে মাথায় রেখে খেলতে গিয়ে ব্যাটিংয়ে ব্যর্থ হয় বাংলানিউজ। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৪১ রান তুলতে সক্ষম হয়।

আগে ব্যাটিংয়ে নামা চ্যানেল আইয়ের দুই ওপেনার শফিকুল ইসলাম ও রাহুল রায় ওপেনিং জুটি থেকেই তুলে নেন ৮৯ রান। মাত্র ১৯ বল মোকাবেলা করে ওপেনার শফিকুল করেন ইনিংস সর্বোচ্চ ৪২ রান। আরেক ওপেনার রাহুল ১৪ বলে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া, মমিন ৫ ও নিলাদ্রি শূন্য রানে অপরাজিত থাকেন।

চ্যানেল আইয়ের বিপক্ষে বাংলানিউজের হয়ে দুটি উইকেটই তুলে নেন মুশফিক পিয়াল।

রানরেটে এগিয়ে থেকে জয় পেতে ১০৩ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলানিউজ। অতিথি খেলোয়াড় স্বাপ্নিক মাহমুদের সঙ্গে ওপেনিংয়ে নামেন শোয়েব মিথুন। প্রথম ওভারের প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন প্রথম বিভাগে খেলা ক্রিকেটার স্বাপ্নিক মাহমুদ। তবে, ওভারের চতুর্থ বলে বিদায় নিতে হয় তাকে (৮ রান)। আরেক ওপেনার শোয়েব মিথুন ৭ বলে করেন ৫ রান।

তিন নম্বরে নামা দলপতি সাজ্জাদ খান কোনো বল মোকাবেলা না করেই রানআউটের শিকারে বিদায় নেন। রাহাত মাহমুদের ব্যাট থেকেও কোনো রান আসেনি। শাকিল আহমেদ করেন ১০ বলে ৬ রান।

দ্রুত চার উইকেট হারিয়ে ফেলা বাংলানিউজের আর ম্যাচে ফেরা হয়নি। ছয় নম্বরে নামা মুশফিক পিয়ালের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ১৩ রান। ১২ বল মোকাবেলা করে একটি চার ও সমান ছক্কায় তিনি অপরাজিত থাকেন। তার সঙ্গী হিসেবে অপরাজিত ছিলেন সুমন শেখ।

চ্যানেল আইয়ের হয়ে ইমদাদ দুটি উইকেট তুলে নেন। এছাড়া, রনি ও নিলাদ্রি একটি করে উইকেট দখল করেন।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে চ্যানেল আইয়ের শফিকুলের হাতে। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।