ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের দীর্ঘ বিরতিতে বাড়তি সুবিধা দেখছেন কুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
বাংলাদেশের দীর্ঘ বিরতিতে বাড়তি সুবিধা দেখছেন কুক অ্যালিস্টার কুক-ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাংলাদশ অধিনায়ক মুশফিকুর রহিম যেখানে টেস্ট খেলেছেন ৪৮টি সেখানে ইংল্যান্ড দলপতি অ্যালিস্টার কুক সমৃদ্ধ ১৩৩টি টেস্ট খেলার রেকর্ডে। সামান্য এই তথ্যেই বলে দেয় টেস্টে দুই দলের পার্থক্য।

এছাড়াও গত ১৪ মাসে বাংলাদেশ একটা টেস্টও খেলেনি। ইংল্যান্ড খেলে ফেলেছে ১৬টি। বাংলাদেশের এই দীর্ঘ বিরতিকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন কুক, ‘বাংলাদেশের এই দীর্ঘবিরতির সুফল পাবো আমরা। ’

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সকাল ১০টায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে ২৮ অক্টোবর থেকে।

তবে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছেন ইংল্যান্ড অধিনায়ক। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ গত দেড় বছর ধরে অসাধারণ ক্রিকেট খেলছে। তারা টেস্ট খেলেনি তা ঠিক। কিন্তু ওয়ানডেতে দারুণ খেলেছে। তাই সহজ হবে না আমাদের জন্য। ’

‘উপমহাদেশের উইকেটে প্রথম দু’দিন ব্যাটে ভালো বল আসে, পরবর্তীতে বল খুব টার্ন করে। বাংলাদেশের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ভালো স্পিনারও আছেন। তারা খুব ভালো ক্রিকেটও খেলছে দীর্ঘদিন ধরে। তাই ম্যাচটা খুব সহজ হবে না আমাদের জন্য। ’-যোগ করেন কুক।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।