ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের কাছে লিড চান তামিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
সাকিবদের কাছে লিড চান তামিম ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহম্মেদ স্টেডিয়াম থেকে: প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৩ রানের বিপরীতে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। এখনও ইংল্যান্ডের থেকে ৭২ রান দূরে আছে বাংলাদেশ।

তবে হাতে রয়েছে আরও পাঁচ উইকেট।

বাকি থাকা পাঁচ উইকেটে প্রথম ইনিংসে ১০০ রান লিড নেওয়ার ইচ্ছেই ভরসা জোগাচ্ছে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালকে।

তিনি জানান, ‘আমাদের সাব্বির আর মিরাজ এখনও ব্যাটিংয়ে নামেনি। সাকিবও ব্যাটিংয়ে আছে। তাই আমি মনে করছি ১০০ রানের লিড হলে খুব ভালো হবে। এটা আমাদের জন্য একটা ভালো দিক হবে। যারা আছে তারা মিলিয়ে যদি খুব ভালো কয়েকটা পার্টনারশিপ করে তাহলে ওটা সম্ভব। ’

তবে ১০০ রানের একটা ফিগার দেওয়াটা ভুল হবে মন্তব্য করে তামিম বলেন, আগে ইংল্যান্ডের ২৯৩ রানটা ক্রস করা জরুরি। তারপর যতটুকু পারা যায় ততটুকুই ভালো হবে।

চলমান টেস্টের প্রথম ইনিংসে এ পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে তামিম ইকবালের ব্যাটে। ১৭৯ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেলে গ্যারেথ ব্যাটির বলে বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩১ রানে অপরাজিত রয়েছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।