ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের অষ্টম টেস্ট সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
তামিমের অষ্টম টেস্ট সেঞ্চুরি ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: তামিম ইকবালের সবশেষ টেস্ট সেঞ্চুরিটি এসেছিল গেল বছরের ২৮ এপ্রিল। খুলনায় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা ক্রিকেট বিশ্বকে।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন এই টাইগার ওপেনার।

ইংল্যান্ডের বিপক্ষে এটি তামিমের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে ২০১০ সালে ইংলিশদের বিপক্ষে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলে প্রথম তিন অঙ্কের দেখা পেয়েছিলেন। তামিমের দ্বিতীয় সেঞ্চুরিটি এসছিল তার পরের টেস্টেই ম্যাঞ্চেস্টারে।

 

শুক্রবার (২৮ অক্টোবর) ইংলিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলেতে নেমে শুরু থেকেই বেশ নির্ভার খেলেছেন তামিম। কোন ভুল শট নয়, নির্ভুল ও সাবলিল ব্যাটিংয়ে মোকাবেলা করেছেন ইংলিশ বোলার স্টিভেন ফিন, ক্রিস ওকস ও আদিল রশিদদের মত বোলারদের। দলটির বিপক্ষে দৃঢ় ব্যাটিংয়ে ১৩৯ বলে ১০০ রান তুলে নেন। শেষ পর্যন্ত ১৪৭ বলে ১০৪ রান করে মঈন আলীর বলে আউট হন তিনি।

দিনের ৪০তম ওভারে মঈন আলীকে বাউন্ডারি হাঁকিয়ে অষ্টম শতকের ব্যাট উচ্ছে তুলে ধরেন এই টাইগার ওপেনার। আর এই শতকটি তুলে নিতে তামিম ১২টি বাউন্ডারির সহায়তা নিয়েছেন। ছিলনা কোন ছয়ের মার।
     
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।