ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ম্যাচ হলেও ফাঁকা নেই গ্যালারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
টেস্ট ম্যাচ হলেও ফাঁকা নেই গ্যালারি ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুরে চলছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। কিন্তু টেস্ট ম্যাচ হলেও গ্যালারিতে দর্শকের উপস্থিতি নেহায়াত কম নয়।

২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে এই মুহূর্তে প্রায় ১০ হাজার দশকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (২৮ অক্টোবর) ম্যাচের শুরুতে দর্শক সংখ্যা কম দেখা গেলেও সময় গড়ানোর সাথে সাথে তা বৃদ্ধি পায়। মধ্যাহ্ন বিরতির পর স্টেডিয়ামের উত্তর, পূর্ব, শহীদ জুয়েল ও মোস্তাক গ্যালারিতে ভিড় জমাতে শুরু করেন লাল-সবুজের সমর্থকেরা। তবে দক্ষিণ (ক্লাব হাউজ) ও ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের দর্শক ক্ষমতা তুলনামূলক কম।

তারপরেও ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার টেস্টে যে পরিমাণ দর্শক সমাগম হয়েছে তা বিগত বছরগুলোতে এমনকি গেল বছরের দক্ষিণ আফ্রিকা সিরিজেও দেখা যায়নি। কারণগুলো সঙ্গতই। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরে যাওয়া বাংলাদেশ এই ম্যাচ ঘুরে দাঁড়াবে সেই ভাবনা থেকেই হয়তো তারা এসেছেন। এছাড়াও শুক্রবার হওয়ার সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যতো আছেই।

শুধু বাংলাদেশই নয় আছে সফরকারী ইংলিশদের সমর্থকেরাও। আন্তর্জাতিক গ্যালারিতে বসে তারাও উৎসাহ দিয়ে যাচ্ছেন প্রিয় দেশের ক্রিকেটারদের।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।