ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল সাড়ে ৯টায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল সাড়ে ৯টায় ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা যথাসময়ে (সকাল ১০টা) শুরু হলেও পুরো ওভার হতে পারেনি বৃষ্টির কারণেই। চা-বিরতির পরের ঘন্টায় যখন বৃষ্টি শুরু হয় ইংল্যান্ডের সংগ্রহ তখন ১২.৩ ওভারে তিন উইকেটে ৫০ রান।

বৃষ্টি শুরুর পরপরই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

প্রথম দিন দুই ইনিংস মিলে হয়েছে ৭৬.২ ওভার। ওভার পুষিয়ে নিতে আগামীকাল (২৯ অক্টোবর) ম্যাচের দ্বিতীয় দিনের খেলা ৩০ মিনিট এগিয়ে শুরু করা হবে সকাল সাড়ে ৯টায়। বিসিবি সূত্র সংবাদমাধ্যমকে এটি নিশ্চিত করেছে।

সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৩.৫ ওভারে ২২০ রানে অলআউট হয় বাংলাদেশ। তামিম ইকবাল ১০৪ ও মুমিনুল হক করেন ৬৬ রান। ইংলিশ অফস্পিনার মঈন আলি নেন পাঁচটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।