ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শরীর শূন্যে ভাসিয়ে বিরল রানআউট (ভিডিওসহ)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
শরীর শূন্যে ভাসিয়ে বিরল রানআউট (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: পার্থ টেস্টে ডেভিড ওয়ার্নারের রান আউটের দৃশ্য যারা দেখেছেন নিশ্চিতভাবেই দীর্ঘদিন মনে রাখবেন! ০.২৬৪ সেকেন্ড সময়ে তেম্বা বাভুমার এমন চোখ ধাঁধানো ফিল্ডিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। দুর্দান্ত, অসাধারণ, অবিশ্বাস্য এমন অনেক উপমাই দেওয়া যেতে পারে।

 

দক্ষিণ আফ্রিকার দেয়া ৫৩৯ রানের পাহাড়সমান লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ঘটনাটা ১৩তম ওভারের। স্ট্যাম্পের ওপর থাকা কাগিসো রাবাদার দ্বিতীয় বলটি ব্যাকফুটে গিয়ে খেলেন ওয়ার্নার। পয়েন্টে সামনের দিকে ঠেলে দিয়েই সিঙ্গেলের জন্য দৌড়ান। পয়েন্টে দাঁড়ানো বাভুমাও ক্ষিপ্র গতিতে দৌড়ে আসেন।

সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দেন প্রোটিয়া ব্যাটসম্যান। ঝাপিয়ে পড়ে এক চান্সে বল হাতে নিয়ে শরীর নিয়ন্তণে রেখে বল ছোঁড়েন নন স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্পের দিকে। তখন বাভুমার পুরো শরীর মাটি থেকে একেবারে শূন্যে। বল গিয়ে আঘাত হানে ঠিক মিডল স্ট্যাম্পে।

সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতেন আমলা-ডু প্লেসিসরা। থার্ড আম্পায়ার রিপ্লেতে নিশ্চিত হয় রানআউট। ওয়ার্নারের (৩৫) বিদায়ে দলীয় ৫২ রানে অজিদের প্রথম উইকেটের পতন ঘটে। কে জানে! বাভুমার এমন অকল্পনীয় ফিল্ডিংই হয়তো ম্যাচ-নির্ধারক হয়ে থাকবে!

ওয়ার্নার হয়তো ভেবেছিলেন রান আউট হওয়ার কোনো ‍সুযোগই নেই। শেষদিকে তার দৌড়ের গতিতে খানিকটা আলস্যভাব ছিল স্পষ্ট। বল যখন স্ট্যাম্প ভাঙে তার ব্যাট ছিল দাগের কিছুটা বাইরে। কী আর করা! ওই মূহুর্তে একরাশ হতাশার সঙ্গে নিশ্চয়ই আফসোসই করেছেন ডেভিড ওয়ার্নার। লো-স্কোরিং প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯৭ রান এসেছিল তার ব্যাট থেকেই।

এখন পঞ্চম দিনে স্বাগতিকদের সামনে হার এড়ানোর চ্যালেঞ্জ। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ চার উইকেটে ১৬৯। এর আগে প্রথম ইনিংসে সফরকারীদের ২৪২ রানের জবাবে ২৪৪-এ থামে অজিরা। দ্বিতীয় ইনিংসেই স্মিথদের হাসি কেড়ে নেয় প্রোটিয়ারা। আট উইকেটে ৫৪০ রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষণা করে তারা।

দেখে নিন ওয়ার্নারের রান আউটের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, নভেম্বর ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।