ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের খেলা গাজী ও মাছরাঙা টিভিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
বিপিএলের খেলা গাজী ও মাছরাঙা টিভিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বব্যাপী বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) সম্প্রচার স্বত্ত্বাধিকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করলো ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। ২০১৭, ২০১৮ ও ২০১৯ এই তিন বছরের জন্য বিসিবির সাথে প্রতিষ্টানটি সম্প্রচারের চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী এই  তিন বছর বিপিএলের টিভি পার্টনার হিসেবে কাজ করবে গাজী (জিটিভি) ও মাছরাঙা চ্যানেল।

মিরপুর থেকে: বিশ্বব্যাপী বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) সম্প্রচার স্বত্ত্বাধিকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করলো ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। ২০১৭, ২০১৮ ও ২০১৯ এই তিন বছরের জন্য বিসিবির সাথে প্রতিষ্টানটি সম্প্রচারের চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী এই  তিন বছর বিপিএলের টিভি পার্টনার হিসেবে কাজ করবে গাজী (জিটিভি) ও মাছরাঙা চ্যানেল।  আর রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও ভূমি ও রেডিও স্বাধীন। আর ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে কনটেন্ট ম্যাটারস।
 
বুধবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, ইমপ্রেস-মাত্রা-কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিপিএল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।
 
সম্প্রচার স্বত্ত্ব নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আফজালুর রহমান সিনহা বলেন, ‘প্রতিবছরই বিপিএলের জনপ্রিয়তা বাড়ছে, সেই সাথে বাড়ছে দর্শক সংখ্যাও। তাই এখন সময় এসব কিছু করা যাতে করে বিপিএল প্রতিটি দর্শকের কাছে পৌঁছে যায়। আমরা এই পার্টনারশিপে উৎফুল্ল এবং আমরা আশাবাদী যে এই পার্টনারশিপ আমাদের সকল চাওয়া পূরণ করবে। ’

ইমপ্রেস-মাত্রা-কনসোর্টিয়ামের পক্ষ থেকে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিপিএলের সাথে থাকতে পেরে এবং ২০১৯ সাল পর্যন্ত বিশ্বব্যাপী বিপিএল ম্যাচ সস্প্রচারের স্বত্ত্ব পেয়ে আমরা গর্বিত। বিশ্বের প্রতিটি দর্শকের কাছে বাংলাদেশের ক্রিকেটকে পৌঁছে দেয়ার এটি একটি উপযুক্ত সময়। এই সম্প্রচার স্বত্ত্বের মাধ্যমে আমাদের ধারণারও বেশি দর্শকের মাঝে তা পৌঁছে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।