ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৫ নভেম্বর থেকে চট্টগ্রামে বিপিএলের টিকিট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
১৫ নভেম্বর থেকে চট্টগ্রামে বিপিএলের টিকিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচগুলো দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা পর্ব শেষে বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখান থেকে আবারো ঢাকায় ফিরবে বিপিএলের চতুর্থ আসর।

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচগুলো দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা পর্ব শেষে বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে।

সেখান থেকে আবারো ঢাকায় ফিরবে বিপিএলের চতুর্থ আসর।

এবারের আসরে মোট ম্যাচ হবে ৪৬টি। যার ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের প্রথম ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ২২ নভেম্বর পর্যন্ত সেখানে গড়াবে ১১টি ম্যাচ। ২৫ নভেম্বর ঢাকার মিরপুরে ফিরবে বিপিএলের আসরটি।

প্রতিযোগিতার ১১টি খেলা চট্টগ্রাম জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে বসে দেখার জন্য টিকিটের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে টিকিটের নির্ধারিত মূল্য ও প্রাপ্তিস্থান জানিয়েছে বিসিবি। আগামী ১৫ নভেম্বর থেকেই মিলবে হাইভোল্টেজ ম্যাচগুলোর টিকিট। সাগরিকাস্থ সিটি কর্পোরেশন অফিসের বাউন্ডারি সংলগ্ন (বিটাক মোড়) টিকিট কাউন্টার এবং এম.এ.আজিজ ষ্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে।  

বিসিবি নির্ধারিত টিকিটের মূল্য: পূর্ব গ্যালারি-২০০ টাকা, পশ্চিম গ্যালারি-৩০০ টাকা, ক্লাব হাউস-৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি-৫০০ টাকা, গ্রান্ডস্ট্যান্ড-২০০০ টাকা, রুফটপ-২০০০ টাকা এবং হসপিটালিটি বক্স-৫০০০ টাকা।

চট্টগ্রামে প্রথম দিন (১৭ নভেম্বর) দুপুর দুইটায় তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে নাঈম ইসলামের রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমের বরিশাল বুলস। বন্দরনগরীর শেষ দিন (২২ নভেম্বর) দুপুর দুইটায় রংপুরের বিপক্ষে নামবে খুলনা। আর শেষ ম্যাচে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে বরিশাল-চিটাগং।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।