ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি, অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা নিয়ে লারার মন্তব্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
কোহলি, অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা নিয়ে লারার মন্তব্য ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারেন একমাত্র বিরাট কোহলি। পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইমরান খান, ক্যারিবীয় লিজেন্ড স্যার ভিভ রিচার্ডস আর ভারতের মহাতারকা সাবেক অধিনায়ক কপিল দেব এমনটা জানিয়েছিলেন।

ঢাকা: টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারেন একমাত্র বিরাট কোহলি। পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইমরান খান, ক্যারিবীয় লিজেন্ড স্যার ভিভ রিচার্ডস আর ভারতের মহাতারকা সাবেক অধিনায়ক কপিল দেব এমনটা জানিয়েছিলেন।

 

একই প্রশ্ন করা হয়েছিল রেকর্ডটির মালিক ব্রায়ান লারাকে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ৪০০ রানের রেকর্ড কি কেউ ভেঙে দিতে পারেন? সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ফাঁকে সাংবাদিকের প্রশ্ন শুনে লারা জানান, ‘এটা একমাত্র ভারতের বিরাট কোহলিই পারে। ইংল্যান্ডের জো রুটের পাশাপাশি আমি ওকে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে মনে করি। ’

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছিলেন লারা। সম্প্রতি ক্যারিবীয়দের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ২০০ রানের দারুণ এক ইনিংসে খেলেছিলেন কোহলি। ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে পর্যন্ত কোহলি ৪৯টি টেস্টে ৪৬.১১ গড়ে ১৩টি শতক আর ১২টি অর্ধশতক হাঁকিয়েছেন। যেখানে ১৭৬ ওয়ানডেতে ২৬টি সেঞ্চুরি আর ৩৮টি হাফসেঞ্চুরির সাহায্যে তিনি করেছেন ৭৫৭০ রান।

ক্রিকেটের বরপুত্র কিংবদন্তি লারার বিশ্বাস, বেশিদিন অপেক্ষা করতে হবে না, বর্তমান প্রজন্মের ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা কোহলি তার এই অনন্য নজির খুব শিগগিরই ভেঙে দেবেন৷

লারা কথা বলেছেন বর্তমান সময়ের টেস্ট দল গুলোর পারফর্ম নিয়েও। নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে নিয়েও আশার কথা শুনিয়েছেন লারা। তিনি জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আবার সুদিন ফিরে আসছে৷ ফিরে আসছে পুরনো ঐতিহ্য৷ আমার বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজে এখনও প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। সমস্যাটা হলো আমরা তাদের বিশ্বসেরা ক্রিকেটার করে তুলতে পারছি না। বড় মঞ্চের ক্রিকেটার করে তুলতে তাদের প্রয়োজন সঠিক অবকাঠামো। ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ায় পরিকাঠামো আমাদের থেকে অনেক উন্নত। ’

এদিকে, অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ব্যর্থতা আর দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পারফর্ম দেখে লারা জানান, ‘অস্ট্রেলিয়াকে এখন আর কেউ ভয় পায় না। ওয়েস্ট ইন্ডিজের মতো অস্ট্রেলিয়ার ক্রিকেটেরও পতন ঘটতে পারে। প্রোটিয়া দলের সেরা তিন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও মরনে মরকেল ছাড়াও দারুণ ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা। ’

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।