ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজকের টার্গেট সহজ ছিল: জহুরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আজকের টার্গেট সহজ ছিল: জহুরুল ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা ডাইনামাইটসের ছুঁড়ে দেওয়া ১৪৮ রান তাড়া করা সহজ ছিল বলে মন্তব্য করে চট্টগ্রাম ভাইকিংসের ওপেনার জহুরুল ইসলাম জানান, ‘এই রানটা চেজ করা আমাদের পক্ষে সহজ ছিল। কিন্তু টানা তিনটা ম্যাচ হারায় আমাদের কারও কারও কনফিডেন্সের অভাব তৈরি হয়েছে। ফলে হেরে যাচ্ছি আমরা।’

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: ঢাকা ডাইনামাইটসের ছুঁড়ে দেওয়া ১৪৮ রান তাড়া করা সহজ ছিল বলে মন্তব্য করে চট্টগ্রাম ভাইকিংসের ওপেনার জহুরুল ইসলাম জানান, ‘এই রানটা চেজ করা আমাদের পক্ষে সহজ ছিল। কিন্তু টানা তিনটা ম্যাচ হারায় আমাদের কারও কারও কনফিডেন্সের অভাব তৈরি হয়েছে।

ফলে হেরে যাচ্ছি আমরা। ’

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন হতাশাই ঝরলো জহুরুল ইসলাম অমির কণ্ঠে।

ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ হারার পেছনে তামিম ইকবালের ইউকেটটাকেই টার্নিং পয়েন্ট মনে করছেন বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার।

তিনি জানান, ‘তামিম সতর্ক থেকেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো। আমরা ভেবেছিলাম সে উইকেটে টিকে থাকবে, অন্যরা মেরে খেলবে। কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে যায়। এর পরেই ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে যায়। ’

আপাদের দল কি তামিম ইকবাল নির্ভর? সংবাদমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে জহুরুল উত্তরটা বেশ কৌশলেই জানান। তিনি বলেন, তামিম আমাদের মূল খেলোয়াড়। সে রান করলে আমরা ভালো করি। কিন্তু সে গত ম্যাচে ভালো করার পরেও আমরা ম্যাচটা হেরে বসি। টি-২০ ছোট পরিসরের ক্রিকেট হলেও এখানেও ৪ থেকে ৫ জন ম্যাচ উইনার লাগে। ‘

জহুরুলের কণ্ঠে আক্ষেপ ঝরেছে গ্রান্ট ইলিয়টের আউট নিয়েও। এ সম্পর্কে বলতে গিয়ে জহুরুল বলেন, ‘ইলিয়টের আউট হওয়া বলটা ছক্কাও হতে পারতো। ওই সময় ওটা ছক্কা হলে ইলিয়ট আর নাজমুল হোসেন মিলন মিলে জয়ের লক্ষ্যে নিয়ে যেতে পারতো দলকে। ’

ঘরের মাঠেও জয়ের ধারায় ফিরতে পারেনি চট্টগ্রাম ভাইকিংস। ঢাকা ডাইনামাইটসের ছুঁড়ে দেওয়া ১৪৮ রানের বিপরীতে ১২৯ রানেই থেমে যায় ভাইকিংসের ইনিংস।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।