ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে রুমানাদের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে রুমানাদের প্রস্তুতি ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ২৬ নভেম্বর থাইল্যান্ডে বসছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসরে অংশ নিতে ২৪ নভেম্বর ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে রুমানা আহমেদের দল।

ঢাকা: আগামী ২৬ নভেম্বর থাইল্যান্ডে বসছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসরে অংশ নিতে ২৪ নভেম্বর ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে রুমানা আহমেদের দল।

তার আগে আগামী ২২ নভেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ ছেলে দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নারী দল। বিসিবির ওমেন্স উইং সূত্রে জানা গেছে এ তথ্য।

এশিয়া কাপে ভালো করার লক্ষ্যে জোর প্রস্ততি নিচ্ছে রুমানা-জাহানারা-সালমারা। নতুন কোচ ডেভিড ক্যাপেলের অধীনে মিরপুরে দুই সপ্তাহ অনুশীলনের পর তিন সপ্তাহ কক্সবাজারে ক্যাম্প করে নারী দল। সেখানকার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চলে তাদের অনুশীলন।  

কক্সবাজার থেকে আজই ঢাকায় ফিরেছে নারী ক্রিকেট দল। একদিনের বিশ্রাম শেষে আগামী রোববার (২০ নভেম্বর) থেকে মিরপুরে আবারও অনুশীলন শুরু করবে তারা।
 
বাংলাদেশসহ ছয়টি দল অংশ নিচ্ছে এবারের এশিয়া কাপে। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।