ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী দলের প্রস্তুতি ম্যাচ ফতুল্লায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
নারী দলের প্রস্তুতি ম্যাচ ফতুল্লায় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ২৬ নভেম্বর শ্রীলঙ্কায় বসছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসরের প্রস্তুতি হিসেবে আগামীকাল (২২ নভেম্বর) ফতুল্লায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ছেলে দলের বিপক্ষে খেলবে রুমানা আহমেদের দল।

ঢাকা: আগামী ২৬ নভেম্বর শ্রীলঙ্কায় বসছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসরের প্রস্তুতি হিসেবে আগামীকাল (২২ নভেম্বর) ফতুল্লায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ছেলে দলের বিপক্ষে খেলবে রুমানা আহমেদের দল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচটি।

এর আগে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ দিনের ক্যাম্পে নিজেদের মধ্যে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলে নারী ক্রিকেট দল।

দলের সিনিয়র ক্রিকেটার ও টপঅর্ডার ব্যাটসম্যান আয়শা রহমান শুকতারা দলের প্রস্তুতি নিয়ে বাংলানিউজকে বলেন, ‘এবার আমাদের প্রস্তুতি অন্য যে কোনো বারের চেয়ে ভালো। কক্সাবাজারে প্রস্তুতি ম্যাচে ব্যাটাররা রান পেয়েছে। বাংলাদেশ দলের জন্য এটা খুবই ভালো দিক। এশিয়া কাপে শিরোপা জয়ই লক্ষ্য থাকবে আমাদের। ’

এশিয়া কাপে অংশ নিতে আগামী ২৪ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রুমানা-শুকতারাদের।

বাংলাদেশসহ ছয়টি দল অংশ নেবে এবারের আসরে। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।