ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বল ছুঁড়ে জরিমানা গুনলেন লাকমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বল ছুঁড়ে জরিমানা গুনলেন লাকমাল ছবি:সংগৃহীত

জিম্বাবুয়ের ওপেনার চামু চিবাবার দিকে বাজেভাবে বল ছুঁড়ে মারায় ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুনতে হলো শ্রীলঙ্কান ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমালকে। বৃষ্টিতে ভেসে যাওয়া সোমবারের ম্যাচের এমন কাণ্ডে লাকমাল আইসিসির ধারা ২.১.১ ভঙ্গ করেন।

ঢাকা: জিম্বাবুয়ের ওপেনার চামু চিবাবার দিকে বাজেভাবে বল ছুঁড়ে মারায় ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুনতে হলো শ্রীলঙ্কান ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমালকে। বৃষ্টিতে ভেসে যাওয়া সোমবারের ম্যাচের এমন কাণ্ডে লাকমাল আইসিসির ধারা ২.১.১ ভঙ্গ করেন।

এ অপরাধের ফলে লাকমালের ক্যারিয়ারে দুটি ডি মেরিট পয়েন্ট যোগ হলো। আগামী ২৪ মাসের মধ্যে আরও দুটি ডি মেরিট পয়েন্ট যোগ হলে তিনি একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে বাদ পড়বেন।

ম্যাচের চার আম্পায়ার মাইকেল গফ, ল্যাংটন রাসেরে, রিচাডং ইলিংওর্থ ও জেরেমিয়া মাতিবিরি লাকমালের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তবে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো ধরনের শুনানির প্রয়োজন হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।