ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপি অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বিকেএসপি অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

বিকেএসপি তৃণমূল কাপ অনূর্ধ-১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর সাগরিকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফেস্টুন ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: বিকেএসপি তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর সাগরিকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফেস্টুন ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দীন।
 
বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল হান্নান আকবর। এ সময় বিকেএসপি চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এসএম আসাদুল হক উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী খেলার ১ম ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলা অনূর্ধ্ব-১৪ দল ৪৫ রানে নোয়াখালী জেলা অ-১৪ দলকে পরাজিত করে। ব্রাহ্মণবাড়িয়ার আল-আমিন পাভেল বল হাতে ১১ রানের বিনিময়ে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ১২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার ফজলে বারী খান রুবেল।
 
টুর্নামেন্টের ২য় ম্যাচে ফেনী জেলা অ-১৪ দল ৬৮ রানে কুমিল্লা জেলা অনূর্ধ-১৪ দলকে পরাজিত করে। ফেনীর শাহরিয়ার আলম ব্যাটিংয়ে ৫১ রানও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা।
 
বিকেএসপি তৃণমূল কাপ অ-১৪ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অ-১৪ দল ও বিকেএসপি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণরত ৩টি দলসহ ১৪টি দল অংশ নিচ্ছে।
 
টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের জেলা দলগুলোসহ বিকেএসপি’র তৃণমূল কার্যক্রম থেকে বাছাই করা খেলোয়াড়রা অংশ নিচ্ছে। ২১ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।