ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার’শ রানের ম্যাচে অ্যাডিলেডের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
চার’শ রানের ম্যাচে অ্যাডিলেডের হার ব্রিসবেনের ব্যাটিংয়ের মুহূর্ত-ছবি:সংগৃহীত

২০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০ রানের হতাশার হার নিয়ে মাঠ ছাড়লো অ্যাডিলেড স্ট্রাইকার্স। বিগ ব্যাশে ব্রিসবেন হিটের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৯৬ করে স্বাগতিক দলটি।

ঢাকা: ২০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০ রানের হতাশার হার নিয়ে মাঠ ছাড়লো অ্যাডিলেড স্ট্রাইকার্স। বিগ ব্যাশে ব্রিসবেন হিটের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৯৬ করে স্বাগতিক দলটি।

শুরুটা অবশ্য দুই ওপেনার জ্যাক ওয়েদারেল্ড ও বেন ডাঙ্ক করেন দুর্দান্ত ভাবেই। ১১.১ ওভারে ১৩৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। তবে ১০ রানের ব্যবধানে দু’জনেই বিদায় নিলে ভাটা পড়ে রানের গতি। শেষ দিকে অভিজ্ঞ অধিনায়ক ব্র্যাড হজ ও টারভিস হেড চেষ্টা করলেও জয়ের স্বাদ পাওয়া হয়নি।

ডাঙ্ক সর্বোচ্চ ৪৩ বলে আট চার ও পাঁচ ছয়ে ৮৫ রান করেন। অন্য ওপেনার ওয়েদারেল্ড ৩০ বলে তিন চার ও চারটি ছয়ে ৫২ রান করেন। মার্ক স্টেকেটি নেন তিনটি উইকেট। আর বেন কাটিং পান দুটি উইকেট।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ২০৬ করে ব্রিসবেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ছয়টি চার ও চারটি ছয়ে ৬৪ করেন অ্যালেক্স রস। ৪৬ রান আসে জিমি পেইরসনের ব্যাট থেকে। অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম করেন ৪২ রান।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।