আদালতের এ আদেশের পর থেকে ক্রিকেট মহলে চাউর ছিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীই হচ্ছেন পরবর্তী বোর্ডের প্রেসিডেন্ট। গাভাস্কারের মন্তব্য এ সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে এ বিষয়ে মুখ খুললেন সৌরভ। তিনি বলেন, আমার নাম অপ্রত্যাশিতভাবে আসছে। আমি এ পদের যোগ্য না। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হিসেবে আমি মাত্র একবছর পার করেছি। আরও দুই বছর আমার মেয়াদ আছে। আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেই।
সৌরভের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উসকে দিয়েছিলেন সুনীল গাভাস্কার। তিনিই বলেছিলেন আপদকালীন সময়ে সৌরভই পারেন বোর্ডের হাল ধরে ভাবমূর্তি ফিরিয়ে আনতে।
গাভাস্কার ১৯৯৯-২০০০ সালে ভারতের অধিনায়ক হয়ে দলকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়টি স্মরণ করেন এসময়।
কিন্তু গাঙ্গুলীর এক মন্তব্যে সব সম্ভাবনা আপাতত ভেস্তে গেলো।
বোর্ডের প্রেসিডেন্ট অপসারণের পর পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে ভারতের সুপ্রিমকোর্ট। তারা হলেন, দেশের সাবেক সলিটরি জেনারেল ফালি নরিম্যন ও সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমনিয়াম।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এএ