স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ সফর শেষ করবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। যে কোনো একটিতে জিতলেই আইসিসি র্যাংকিংয়ে ক্যারিবীয়ানদের টপকে যাবে সাদা পোশাকের টাইগাররা।
আসন্ন টেস্ট সিরিজে দুই ম্যাচ ড্র করলেও নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আট নম্বরে উঠবে বাংলাদেশ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ৯৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ৬৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে বাংলাদেশ। ৬৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
আসন্ন এই সিরিজটি যদি বাংলাদেশ ২-০ ব্যবধানে জেতে তাহলে টাইগারদের পয়েন্ট বেড়ে হবে ৭৯। সেক্ষেত্রে স্বাগতিক হিসেবে খেলতে নামা কিউইদের পয়েন্ট কমে হবে ৯১। ১-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, স্বাগতিকদের হবে ৯২। সেখানে ক্যারিবীয়ানদের টপকে যাবে টাইগাররা।
আর দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে শেষ হলে বাংলাদেশ আরও ৫ পয়েন্ট যোগ করবে। সেক্ষেত্রে টাইগারদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭০। টপকে যাবে ক্যারিবীয়দের।
১-০ ব্যবধানে হারলে পয়েন্ট আছে যা তাই থাকবে বাংলাদেশের, ১ পয়েন্ট পাবে স্বাগতিকরা। আর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলে ৩ পয়েন্ট হারাবে বাংলাদেশ, তখন নিউজিল্যান্ডের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৮। অবস্থান হবে পাঁচ নম্বরে।
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ শেষে র্যাংকিংয়ে শীর্ষে আছে ১২০ পয়েন্ট পাওয়া ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০৯ পয়েন্ট।
কেন উইলিয়ামসনদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়া বাংলাদেশ সফর শেষ করবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আগামী বৃহস্পতিবার ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। ২০ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৭
এমআরপি