ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিতে ইউল্যাব ও স্ট্যামফোর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
সেমিতে ইউল্যাব ও স্ট্যামফোর্ড সেমিতে ইউল্যাব ও স্ট্যামফোর্ড

দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার সুপার এইটের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নিজ নিজ খেলায় জয় পেয়ে ইউল্যাব ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সেমিফাইনালে উঠেছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে সকাল সাড়ে নয়টায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর মুখোমুখি হয় ইউনাটেড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং দুপুর ১টা ৩০ মিনিটে ইউল্যাব এর মুখোমুখি হয় স্টেট ইউনিভার্সিটি।

ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ম্যাচ দুটি।

দিনের প্রথম ম্যাচে টস জিতে স্ট্যামফোর্ড প্রথমে ব্যাট করার করার সিদ্ধান্ত নেয়। স্ট্যামফোর্ড ১০ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১২২ রান সংগ্রহ করে। লিটন দলের পক্ষে ১৩ বলে ৩১ রান করেন ও বল হাতে ২ ওভারে ১০ রান দিয়ে দুইটি উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ইউআইইউ ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৯ রান করে। ইউআইইউ এর আনসারি চার ওভারে ১৯ রান দিয়ে ৪ টি উইকেট নেন। ১৩ রানের ব্যবধানে জয় পায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। ম্যাচ সেরা হন স্ট্যামফোর্ড এর লিটন।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ইস্টার্ন ইউনিভার্সিটিকে ৬৬ রানে হারিয়ে দেয় স্বাগতিক ইউল্যাব। টস জিতে ইউল্যাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইউল্যাব ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৮ রান করে। জবাবে ১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ইস্টার্ন ইউনিভার্সিটি ১১ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। ইউল্যাব এর অভিক দুটি ছক্কা আর ১১টি চারের সাহায্যে ৫৪ বলে ৮৬ (অপরাজিত) রান করেন। জেসি ৪৮ বলে ৭০ রান করেন ও ৩.১ ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। ইস্টার্ন ইউনিভার্সিটির রিফাত ৪৭ বলে ৫৯ রান করেন।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) গ্রিন ইউনিভার্সিটির মুখোমুখি হবে আইইউবি ও স্টেট ইউনিভার্সিটির মুখোমুখি হবে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

এবারের আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ,  গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।