শুক্রবার (১৭ মার্চ) বিকেল থেকে বিসিবিতে দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আবহনীতে খেলার কথা ছিল সাকিব আল হাসানের।
পুলে থাকা সাকিব ও মোস্তাফিজকে নিশ্চিত পাওয়া যাবে না ভেবেই তাদের এখনো নিশ্চিত করেনি প্রিমিয়ার লিগের কোনো দল।
আগামী ৭ এপ্রিল শুরু হবে প্রিমিয়ার লিগ। বিকেএসপির দুটি ভেন্যুসহ ফতুল্লায় হবে সবগুলো খেলা। এদিকে, মে-জুনে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের বাইরে থাকবেন। ক্রিকেটারদের ঘাটতি পোষাতে প্রতি দলে তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো। তবে সুপার লিগে দুই জন বিদেশি খেলানো যাবে।
পুলে থাকা ১৯ ক্রিকেটারের সবাই পাচ্ছেন ৩০ লাখ টাকার বেশি। তবে, সাকিব-মোস্তাফিজের দাম বেশি হওয়ায় তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না কোনো দল। আইপিএলের মাঝে তাদের দুই-একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলাতে চাইলে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। তাই এই দুই ক্রিকেটারকে এখনো নিশ্চিত করেনি কোনো দল।
দু’দিন ব্যাপী দল বদলের এই উন্মুক্ত নিবন্ধন চলবে। আগামী মাসের ৭ তারিখ থেকে শুরু হবে এই আসর।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি