আসন্ন সফরকে সামনে রেখে ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।
ক্যারিবীয়ানদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামিকে রাখা হয়নি।
২৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর ৭ মার্চ শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড:
স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), জোনাথন কার্টার, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, এভিন লুইস, জেসন মোহাম্মদ, সুনীল নারাইন, ভিরাসামি পেরমল, কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, জেরোম টেলর ও চ্যাডউইক ওয়ালটন এবং কেরসিক উইলিয়ামস।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ফখর জামান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, রুম্মন রইস ও উসমান শেনওয়ারি।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৭
এমআরপি