কলম্বোয় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে ৩১৯ রানে অলআউট করে দেয় মুশফিকের দল। প্রথম ইনিংসে লঙ্কানরা করেছিল ৩৩৮ রান।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় ১৭ বছর পর এটি লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্ট জয়। আর এই ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগই টাইগারদের হাতে।
এর আগে নিজেদের টেস্ট ইতিহাসে বাংলাদেশ ৯৫তম ম্যাচে অষ্টম জয় তুলে নিয়েছিল। ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে আগের জয়টি স্পর্শ করেছিল টাইগাররা। এরপর নিউজিল্যান্ডে জয়ের কাছাকাছি গিয়েও সিরিজে জেতা হয়নি মুশফিক বাহিনীর। পরে ভারতের মাটিতে একমাত্র টেস্টেও হারতে হয়েছিল। লঙ্কা সফরের প্রথম ম্যাচেও পরাজয় মেনে নিতে হয়েছিল দুর্দান্ত ফর্মে থাকা টাইগারদের।
বাংলাদেশ টেস্টে পাঁচটি জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, দুটি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর ইংল্যান্ডের বিপক্ষে একটি।
২০০৫ সালের ১০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। তার আগে ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে টাইগাররা।
ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ তিনটি সিরিজে হারেনি। ভারতের বিপক্ষে এক ম্যাচের সিরিজে ড্র করে মুশফিকরা। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই ড্র করে স্বাগতিকরা। আর গতবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ১-১ এ সমতা আনে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৭
এমআরপি