শ্রীলঙ্কায় চার বছর আগে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল। ২০১৩ সালের মার্চে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত তিন ম্যাচের সিরিজটি শেষ হয়েছিল ১-১ সমতায় (দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত)।
পাল্লেকেলের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে তিন উইকেটের জয় তুলে নিয়েছিল টাইগাররা। স্বাগতিকরাও প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) পদ্ধতিতে জয় পায়। আরও পড়ুন...সাত বছর পর ডাম্বুলায় নামছে বাংলাদেশ
তাইতো বলাই যায়, একদিনের ক্রিকেটে অপরাজেয় থেকে আবারো লঙ্কানদের মাটিতে নামছে টিম বাংলাদেশ। এ সিরিজ দিয়ে মাশরাফিদের সামনে লঙ্কানদের টপকে র্যাংকিংয়ের ছয়ে ওঠার সুবর্ণ সুযোগ। জিততে হবে তিন ম্যাচেই।
২-১ সিরিজ জিতলেও আসবে ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট বাড়ার বিপরীতে ১ রেটিং পয়েন্ট হারাবে শ্রীলঙ্কা। ব্যবধান কমে দাঁড়াবে চারে। বর্তমানে দু’দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ৯৮, ৯১।
বলা বাহুল্য, টানা পাঁচটি টেস্ট (নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা সফরে) খেলার পর মুশফিকদের সামনে একদিনের ক্রিকেট মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। হেরে গেলেও প্রস্তুতিটা ভালোই হয়েছে। কলম্বোয় বুধবারের (২২ মার্চ) একমাত্র প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের ৩৫৫ রান তাড়া করতে নেমে ৩৫২ করে সফরকারীরা।
শনিবার (২৫ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২৮ মার্চ ও ১ এপ্রিল। ওয়ানডের পর থাকছে দু’টি টি-টোয়েন্টি (৪ ও ৬ এপ্রিল)।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৭
এমআরএম