চলতি সিরিজের প্রথম ম্যাচেই ওডিআই ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাঁহাতি তারকা তামিম। তার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে ম্যাচ জিতে সিরিজে ১-০তে লিড নেয় টাইগাররা।
তৃতীয় ওডিআইতে ২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাউন্ডারির দেখা পান তামিম। যদিও কিপার ও স্লিপের ফাঁক গলে চার হয়। কিন্তু নুয়ান কুলাসেকেরার ওভারের শেষ বলটি তামিম ক্যাচ দিলেও তা ঠিক মতো ধরেও নিজের আয়ত্বে রাখতে পারেননি লঙ্কান পেসার। মাঠের দুই আম্পায়ার অবশ্য তৃতীয় আম্পায়ার সুন্দরম রবির কাছে আবেদন জানান।
যেখানে রিপ্লেতে দেখা যায় কুলাসেকেরার ধরা বলটি উদযাপনের আগেই হাত ফসকে পড়ে যায়। তবে টিভি আম্পায়ার রবি আউট বিবেচনাতে নেন। যা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তামিম।
তামিমের ক্যাচের মুহূর্তটি মনে করিয়ে দেয় আজ থেকে ১৮ বছর আগের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের ম্যাচকে। ১৯৯৯ বিশ্ব আসরে হেডেংলির লিডসে অনুষ্ঠিত সেই ম্যাচে তখনকার অজি অধিনায়ক স্টিভ ওয়াহ’র ক্যাচ নিয়েছিলেন প্রোটিয়া তারকা হার্শেল গিবস। তবে ঠিক একইভাবে তার হাত থেকেও বলটি ফসকে যায়। আর আম্পায়ারও এটিকে আউট বিবেচনায় নেননি।
২৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা অজিদের সেই উইকেটটি পড়লে হয়তো দ. আফ্রিকার জয় হতেও পারতো। কেননা সেই ক্যাচের সময় ওয়াহ মাত্রই হাফসেঞ্চুরি করেছিলেন। তবে শেষ পর্যন্ত ১২০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
বিশ্বকাপের সেই ম্যাচটির মুহূর্ত:
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০১৭
এমএমএস