ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিও মিস করতে পারেন ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
টি-টোয়েন্টিও মিস করতে পারেন ম্যাথিউজ ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা পায়নি অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। হ্যামস্ট্রিংয়ের চোটে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে যাওয়া এই অলরাউন্ডার তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও ছিলেন না। এবার মিস করতে পারেন টি-টোয়েন্টি সিরিজও।

আগামী ০৪ ও ০৬ এপ্রিল দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

টেস্টের আগে ছিটকে পড়লে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ম্যাথিউজকে পাওয়ার প্রত্যাশায় ছিল শ্রীলঙ্কা।

কিন্তু, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই মাঠের বাইরে শ্রীলঙ্কার এই নিয়মিত অধিনায়ক।

লঙ্কান এই অলরাউন্ডার গত এক মাস থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন। ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ ‘মিস’ করেন ম্যাথিউজ। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট খেললেও টি-টেয়েন্টি সিরিজের মাঝপথে ফিরে আসেন চোট পেয়ে। এছাড়া, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজের সফরেও যেতে পারেননি তিনি। গত জিম্বাবুয়ে সিরিজে ম্যাথিউজের পরিবর্তে টেস্টে রঙ্গনা হেরাথ অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সিরিজেও তার কাঁধেই নেতৃত্ব ছিল। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলপতির দায়িত্ব পালন করেন উপুল থারাঙ্গা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ম্যাথিউজের না থাকার বিষয়টি বলতে গিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেট ম্যানেজার অশাঙ্ক গুরুসিনহা জানান, ‘তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। চোট প্রায় কাটিয়ে উঠলেও ঊরুর পেশিতে তার হালকা ব্যথা আছে। এ কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তার থাকার সম্ভাবনা নেই। ’

এদিকে, ০৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ০৬ এপ্রিল। তাই টাইগারদের বিপক্ষে শেষ ম্যাচ আর আইপিএলের প্রথমদিকের ম্যাচগুলোতে ম্যাথিউজের না থাকা সম্ভাবনা বেশি। আইপিএলের পরপরই রয়েছে ইংল্যান্ডের মাটিতে বসতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি।

গুরুসিনহা জানিয়েছেন, আমরা ম্যাথিউজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতভাগ ফিট দেখতে চাই। এই মুহূর্তে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তার থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার আগে তাকে শতভাগ সুস্থ হতে হবে। শতভাগ সুস্থ না হলে আমরা তাকে আইপিএলে যেতে দেব না। আমরা চাই জুনের চ্যাম্পিয়নস ট্রফির আগেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। ’

গত বছরের মার্চে লাসিথ মালিঙ্গার আচমকা টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর ম্যাথিউজকে দেওয়া হয় অধিনায়কত্ব। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে দলের ব্যর্থতার পাশাপাশি ইনজুরি জর্জরিত মালিঙ্গা হঠাৎই নেতৃত্ব ছেড়ে দেন। ২০১৪ সালে তার অধিনায়কত্বেই টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতে লঙ্কানরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ম্যাথিউজ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।