দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া স্মিথ। অস্ট্রেলিয়ান তারকার ৫৪ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার।
উইকেট তিনটি নেন টিম সাউদি, হার্দিক পাণ্ডে ও মিচেল ম্যাকক্লেনাগান।
এরে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে মুম্বাইয়েকে ব্যাটিংয়ে পাঠান পুনে দলপতি স্মিথ। নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৪ রান তোলে রোহিত শর্মার মুম্বাই।
ওপেনার জস বাটলার ৩৮ (১৯ বল), নিতিশ রানা ৩৪ (২৮ বল), কাইরন পোলার্ড ২৭ (১৭ বল) রান করেন। অপরাজিত থেকে ১৫ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস উপহার দেন হার্দিক পাণ্ডে। মাত্র ৩ রান করে আউট হন রোহিত।
সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। রজত ভাটিয়া দু’টি, একটি করে নেন স্টোকস ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৭
এমআরএম