ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশুর ঘূর্ণিতে সিরিজে লিড উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বিশুর ঘূর্ণিতে সিরিজে লিড উইন্ডিজের ছবি: সংগৃহীত

বুলাওয়েতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ১১৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১৬-তে থামে স্বাগতিকরা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন লেগস্পিনার দেবেন্দ্র বিশু।

স্কোর: ও. ইন্ডিজ - ২১৯ ও ৩৭৩
জিম্বাবুয়ে - ১৫৯ ও ৩১৬ (৯০.৪ ওভার)

প্রথম ইনিংসে বোলারদের দাপটে ক্যারিবীয়রা ২১৯ রানে অলআউট হওয়ার পর জিম্বাবুয়েকে ১৫৯ রানের গুটিয়ে দিয়ে ৬০ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের ৮৬ ও রোস্টন চেজের ৯৫ রানে ভর করে স্কোরবোর্ডে ৩৭৩ রান তুলে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দেয় সফরকারীরা।

বল হাতে দুর্দান্ত বিশু শেষদিকে ব্যাটিংয়ে ৪৪ রানের কার্যকরী ইনিংস উপহার দেন।

ঘরের মাঠে জয়ের লক্ষ্যে ৯৯ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দিয়েছিলেন হ্যামল্টন মাসাকাদজা (৫৭) ও সোলোমন মায়ার (৪৭)। ইংলিশ কাউন্টি টিমের সঙ্গে চুক্তি ভেঙে জাতীয় দলে ফেরা ব্রেন্ডন টেইলর ৭৩ রানে রানআউটের শিকার হন। আর কেউই দলের হাল ধরতে পারেননি। প্রথম ইনিংসের পাঁচ উইকেটশিকারী বিশু চারজনকে সাজঘরে পাঠান।

একই ভেন্যুতে ‍আগামী রোববার (২৯ অক্টোবর) দ্বিতীয় ও শেষ টেস্টে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।