ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চারদিনের টেস্টে মত নেই স্মিথ-ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
চারদিনের টেস্টে মত নেই স্মিথ-ওয়ার্নারের ছবি: সংগৃহীত

নিকট ভবিষ্যতে চারদিনের টেস্ট খেলার পক্ষপাতী নন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও তার ডেপুটি ডেভিড ওয়ার্নার। আইসিসির সবশেষ বোর্ড মিটিংয়ে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তাবিত চারদিনের টেস্টে (২৬ অক্টোবর শুরু) সবুজ সংকেত আসে।

যাই হোক, ঐতিহ্যবাহী ফরমেটে খেলার সময় কমিয়ে আনার ধারণায় আগ্রহী নন স্মিথ-ওয়ার্নার। স্মিথের ভাষ্য, ‘ব্যক্তিগতভাবে আমি পাঁচদিনই ধরে রাখতে পছন্দ করবো।

ঐতিহ্যগতভাবে যেভাবে টেস্ট ক্রিকেট হয়ে ‍আসছে। আমি মনে করি এটা হবে গ্রেট যখন আপনি পঞ্চম দিনে পা রাখবেন এবং শেষ ঘণ্টায় প্রবেশ করবেন, যেটি আসলেই খেলার সবচেয়ে রোমাঞ্চকর অংশ। ’

ওয়ার্নারের কণ্ঠে স্মিথের কথারই প্রতিধ্বনি। অজি ওপেনার জোর দিয়েই বলেন, চারদিনের ক্রিকেট নিয়ে কোনো আগ্রহ নেই তার। খেলে যেতে চান পাঁচদিনের ক্রিকেট। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রধান জেমস সাদারল্যান্ড এ ধারণার প্রতি সমর্থন প্রকাশ করলেও অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়ার চারদিনের টেস্ট খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে আগামী কয়েক বছরের টেস্ট সূচিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ আসন্ন। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষেও খেলতে হবে। এখানে চারদিনের টেস্টের কোনো সুযোগ দেখছেন না সাদারল্যান্ড। তবে পরীক্ষামূলকভাবে নতুনত্বে সমর্থন থাকছে সিএ’র এবং এতে পর্যবেক্ষক ভূমিকায় থাকতে আগ্রহী তারা।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।