ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিক্সিং ইস্যুতে ভারতীয় ক্রিকেটে তোলপাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ফিক্সিং ইস্যুতে ভারতীয় ক্রিকেটে তোলপাড় ফিক্সিং ইস্যুতে ভারতীয় ক্রিকেটে তোলপাড়-ছবি:সংগৃহীত

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে দেশটির ক্রিকেটে ফিক্সিং ইস্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যেখানে পুনেতে মাহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ কিউরেটর পান্ডুরাং সালগাওনকার বাজিকরদের কাছে উইকেটের ধরণ বর্ণনা করেছেন। 

বাজিকররা অবশ্য আর কেউ নয়, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডয়া টুডে’র একদল কর্মী ছদ্দবেশে এ কাজ করেছেন। যার নাম দেওয়া হয় ‘স্টিং অপারেশন’।

তবে বাজিকরদের কাছে উইকেট ‘বিক্রি’ করতে গিয়ে ধরা খেয়েছেন সালগাওনকার। সংবাদমাধ্যমটির ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, বাজিকরদের ইচ্ছামতো উইকেট বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।  

ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই অবশ্য বুধবার (২৫ অক্টোবর) ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচের আগেই পান্ডুরাংকে বহিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুনে পিচ নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টে ঘূর্ণি পিচ করে তা আইসিসির নজরে আসে।

এ ঘটনার পর অবশ্য ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে নিয়ে শঙ্কা জাগে। তবে বাংলাদেশ সময় দুপুর দুইটায় ঠিকই ম্যাচটি মাঠে গড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।