ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার সফর সন্ত্রাসের বিরুদ্ধে বিজয়: মিঁয়াদাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
শ্রীলঙ্কার সফর সন্ত্রাসের বিরুদ্ধে বিজয়: মিঁয়াদাদ ছবি:সংগৃহীত

অবশেষে আইসিসির টেস্ট সদস্যের বড় কোনো দল পাকিস্তানে সফর করছে। যদিও মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে লাহোরে আসছে শ্রীলঙ্কা। তবে ঐতিহাসিক এ সফরকে সন্ত্রাসের বিরুদ্ধে বিজয় হিসেবে দেখছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে পূর্নাঙ্গ সিরিজ খেলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যেখানে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ (২৬ অক্টোবর) মাঠে নামছে দু’দল।

দ্বিতীয় টি-২০ অনুষ্ঠিত হবে পরদিনই। তবে সিরিজের শেষ ম্যাচটি ২৯ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা হবে।

এক সাক্ষাতকারে মিঁয়াদাদ জানান, ২০০৯ সালে লাহোরে লঙ্কান দলের ওপর সন্ত্রাসীরা হামলা করেছিলো। তবে এই দলটিই এখন সফর করছে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন, ‘গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল ম্যাচটি খুব জমজমাট হয়েছে। পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্স কাপে বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের সিরিজেও সমর্থকরা গলা ফাটিয়েছে। এটা সন্ত্রাসের বিরুদ্ধে বিজয়। ’

মিঁয়াদাদ আরও জানান, কোনো দেশই বর্তমানে সন্ত্রাসের হাত থেকে নিরাপদ না। তবে পাকিস্তান আগে থেকে অনেক উন্নতি করেছে, ‘আমি আন্তর্জাতিক দলগুলোকে বলবো পাকিস্তানে আসো ও খেলো। পাকিস্তান নিরাপদ ও এখানকার খেলা পাগল জাতী সবাইকে প্রচুর সম্মান করে। ’

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।