ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের মিশন টি-টোয়েন্টির শীর্ষস্থান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
পাকিস্তানের মিশন টি-টোয়েন্টির শীর্ষস্থান ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে (৫-০) ধবলধোলাই করে উড়ছে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান। সামনে তিন ম্যাচের টি-২০ সিরিজ। যার শেষটি হবে লাহোরে। লঙ্কানদের টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান পজিশনের দ্বারপ্রান্তে চলে যাবে সরফরাজ  আহমেদের দল।

সেক্ষেত্রে শীর্ষস্থানধারী নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১-এ নেমে আসবে। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ (২৬, ২৭, ২৯ অক্টোবর) শেষে ভারতের মাটিতে তিনটি টি-টোয়েন্টি (১, ৪, ৭ নভেম্বর) খেলবে কিউইরা।

ব্ল্যাক ক্যাপসরা সিরিজ হারলেই র‌্যাংকিংয়ের চূড়ায় পৌঁছে যাবে পাকিস্তান।

আবার পাকিস্তান যদি ২-১ সিরিজ জেতে তাহলে হুমকি হয়ে উঠতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। নিউজিল্যান্ডকে ৩-০ তে পরাজিত করতে পারলে ১ নম্বরে জায়গা দখলে নেবে টিম ইন্ডিয়া। তবে ২-১ এ জিতলে কাজে আসবে না। অবস্থান অক্ষুন্ন থাকবে ব্ল্যাক ক্যাপসদের।

টি-২০ র‌্যাংকিংয়ে এখন নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৫। চার পয়েন্ট পিছিয়ে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২০। অবশ্য শঙ্কার কিছু নেই। ক্যারিবীয়দের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ ডিসেম্বর-জানুয়ারিতে কিউইদের বিপক্ষে।

চার নম্বরে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১১৯। ইংলিশদের সিডিউলে আপাতত টি-২০ ম্যাচ নেই। তিন রেটিং পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ভারত। শীর্ষ দশের অন্যরা যথাক্রমে অস্ট্রেলিয়া (১১১), দক্ষিণ আফ্রিকা (১১০), শ্রীলঙ্কা (৯৩), আফগানিস্তান (৮৬), বাংলাদেশ (৭৮)।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।