ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিজের মাঠে ফেরার লড়াই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ফিজের মাঠে ফেরার লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

খুব বেশিদিন হয়নি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন মোস্তাফিজ। তবে খুঁজে পাওয়া যাচ্ছিলো না উড়তে থাকা সেই কাটার মাস্টারকে। যুদ্ধ করছিলেন নিজেকে ফিরে পেতে। কিন্তু দূর্ভাগ্য। আবারও ইনজুরির ছোবলে মাঠ থেকে ছিটকে যান দেশসেরা এই তরুণ পেসার। তাই আবারও তাকে নামতে হচ্ছে মাঠে ফিরে আসার লড়াইয়ে।

দুদিন হলো দ. আফ্রিকা থেকে ইনজুরি নিয়ে দেশে ফিরেছেন মোস্তাফিজ। শুরু করেছেন পূনর্বাসন কার্যক্রমও।

চিকিৎসকদের মতে মাঠে ফিরতে তার আরও তিন সপ্তাহ সময় লাগলেও খুব দ্রুতই উন্নতি করছেন তিনি। তাকে দেখার পর এমনটাই জানিয়েয়েন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিজ কার্যালয়ে তিনি সংবাদ মাধ্যমকে একথা বলেন, ‘গতকাল থেকে আমরা ফিজিও থেরাপি শুরু করেছি। প্রথম দিনের থেরাপির পরে ওর ইমপ্রুভমেন্ট খুবই ভালো। সোয়েলিং অনেকটাই কমে গেছে। ’

এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের এবারেরর আসর। যেখানে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের রাজশাহী কিংস মোকাবেলা করবে রংপুর রাইডার্সকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য ইনজুরি আক্রান্ত হওয়ায় তাকে শুরু থেকে পাচ্ছে না রাজশাহী কিংস।

কেননা বিপিএল শেষেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সিরিজ খেলতে নামতে হবে। সেখানে মোস্তাফিজের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে পুরোপুরি ফিট না হলে তাকে বিপিএল খেলার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘লেটারাল অ্যাংকেল স্প্রেইন একজন পেসারের জন্য খুব খারাপ ধরনের ইনজুরি। প্রোপার রিহ্যাবিলেশন না করে পুরোপুরি সুস্থ না হয়ে যদি সে মাঠে ফেরে তাহলে ভবিষ্যতে তার ইনজুরি আবার ফিরে আসতে পারে। তাই আমরা চাইবো সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক। এজন্য বিপিএলের কিছু ম্যাচও যদি ওকে মিস করতে হয় তাও আমরা মেনে নেব। ’

ইনজুরির কারণে বিপিএলের গত আসরেও মোস্তাফিজের ঢাকা ডায়নামাইসের হয়ে মাঠে নামা হয়নি। ড্রেসিং রুমে বসেই কাটাতে হয়েছে। তাই এবারের বিপিএলে তাকে মাঠে দেখা নিয়ে ভক্তদের অনেকের মনেই আশা সঞ্চার হওয়াটা দোষের কিছু নয়। পাশাপাশি ফ্রাঞ্চাইজিদের ব্যাপারটিতো আছেই। তাই দেবাশীষের কাছে জানতে চাওয়া হয়েছিল মাঠে ফিরতে ঠিক কতদিন সময় লাগবে?

দেবাশীষ জানান, ‘যেহেতু তার ইনজুরি দুই সপ্তাহ হয়ে গেছে, আরও যদি দু্ই সপ্তাহ বিশ্রাম নিতে পারে তাহলে একমাস হয়ে যাবে। রিকভারির জন্য একমাস একটা ভালো সময়। কিন্তু রিকভারির পরেও সমস্যা থেকেই যাবে। তাই সব মিলিয়ে আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যাবে। ’

গত ১৪ অক্টোবর কিম্বার্লিতে তৃতীয় দফায় ইনজুরির (গোঁড়ালি ইনজুরি) আলিঙ্গন করেন মোস্তাফিজ। এর আগে গত বছরের জুনে কাউন্টি খেলতে গিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনজুরিতে (কাঁধের ইনজুরি) পড়েন এই টাইগার কাটার স্পেশালিস্ট। পরে আরও একবার ইনজুরির কবলে পড়েছিলেন মোস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।