ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্য ধরে রাখতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্য ধরে রাখতে হবে ময়মনসিংহ জেলা ক্রিকেট দল

ময়মনসিংহ: যশোরে জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের প্রথম রাউন্ডে খেলতে যাচ্ছে ময়মনসিংহ জেলা ক্রিকেট দল।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে তারা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।  

এ সময় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান জেলা ক্রিকেট দলের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্য সুবিশাল।

এ জেলায় দেশবরেণ্য অনেক ক্রিকেটার জন্ম নিয়েছেন। তারা দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও জেলার মুখ উজ্জ্বল করেছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম কাঞ্চন, ক্রিকেট দলের কোচ হাবিবুল ইসলাম আলো প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএএএম/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।