ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুরকে ধন্যবাদ জানালেন অ্যাডাম লিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
রংপুরকে ধন্যবাদ জানালেন অ্যাডাম লিথ ছবি: সংগৃহীত

বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্সে বিদেশি তারকাদের মাঝে দেখা যাবে ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, কুশল পেরেরা, রবি বোপারা, ব্রেন্ডন ম্যাককালামদের। মাশরাফি বিন মর্তুজাদের দলে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান অ্যাডাম লিথ।

রংপুর রাইডার্সে খেলার সুযোগ পেয়ে ফ্র্যাঞ্চাইজিটিকে ধন্যবাদ জানিয়েছেন লিথ।

ইংলিশ ঘরোয়া লিগের নিয়মিত পারফরমার লিথ কিছু দিন আগেই ইয়র্কশায়ারের জার্সিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দানথম্পটনশায়ারের বিপক্ষে খেলেছেন ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস।

ওপেনিংয়ে নেমে এই তারকা ব্যাটসম্যান মাত্র ৭৩ বলে ২০টি চার আর ৭টি ছক্কায় তার ঝড়ো ইনিংসটি সাজান।

রংপুরে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত লিথ জানিয়েছেন, ‘আমি মূলত দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে চেয়েছিলাম। কোনো কারণবশত সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই বিপিএলের আসরে রংপুরের জার্সিতে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছি। ফ্র্যাঞ্চাইজিটিকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই সুযোগ দিচ্ছে। সেখানে ম্যাককালাম, গেইলদের মতো ব্যাটসম্যানরা থাকবেন। কোচ হিসেবে থাকবেন টম মুডি। আমি তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে অনেক কিছুই শিখতে পারবো। ’

ন্যাটওয়েস্টে চলতি মৌসুমে ৫৩৫ রান করে ইয়র্কশায়ারের সর্বোচ্চ রান স্কোরার লিথ আরও যোগ করেন, ‘আমি অপেক্ষায় আছি রংপুরের জার্সিতে মাঠ মাতানোর। দলে দুর্দান্ত সব স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররা আছেন। দলের পাশাপাশি নিজের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে। এটা খুব ছোটো ফরমেশনের সুযোগ। তবে এটা সব সময় আসেনা। আমি জানি না এই আসরে কেমন করতে পারবো আর সেটা আমাকে সামনের আসরগুলোতে সুযোগ পাইয়ে দেবে কি না। তবে, চেষ্টা থাকবে রংপুরের জার্সিতে সর্বোচ্চটা দেবার। ’

রংপুর রাইডার্সে সতীর্থ হিসেবে লিথ পাবেন ইংল্যান্ডের ডেভিড উইলিকে। ইয়র্কশায়ারের সতীর্থ লিয়াম প্লাংকেট খেলবেন সিলেট সিক্সার্সে। রংপুর-সিলেট ম্যাচ আছে ২০ নভেম্বর, মিরপুরে। আর চিটাগংয়ে ২৮ নভেম্বর লিয়ামের বিপক্ষে নামবেন লিথ। ব্যাপারটি বেশ দারুণ লাগছে রংপুরের বিদেশি এই তারকার কাছে, ‘যদি বিপিএলে আপনি ভালো করেন, টেলিভিশনে ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারের জন্য সেটা ভালো ফলাফল পাইয়ে দেবে। দলবদলের বাজারে আপনাকে নিয়ে আলোচনা চলবে। সতীর্থদের মুখোমুখি খেলাটাও আপনাকে উপভোগ্য কিছু পাইয়ে দেবে। আমি লিয়ামের সঙ্গে এটা নিয়ে অনেক আলোচনা করেছি। দু’জনই বিপিএলের আসরটি নিয়ে বেশ মজা করেছি, কারণ আমরা এই আসরে মাঠে নামার জন্য আগ্রহী। ভিন দেশের একই লিগে দুই সতীর্থ মুখোমুখি হবো এটা আমাদের জন্য বেশ দারুণ ব্যাপার হতে যাচ্ছে। ’

রংপুর রাইডার্স স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল ইসলাম আপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আব্দুর রাজ্জাক, ইবদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও শামসুর রহমান।

বিদেশি ক্রিকেটার: ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, সামিউল্লাহ শেনওয়ারী, স্যাম হাইন, জহির খান, লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।