ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ বলের বাউন্ডারিতে হারলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
শেষ বলের বাউন্ডারিতে হারলো পাকিস্তান ছবি: সংগৃহীত

হংকংয়ে আয়োজিত ওয়ার্ল্ড সিক্সেস টুর্নামেন্টে ২ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টানা শিরোপা নিজেদের কাছেই রাখলো প্রোটিয়ারা।

সিক্স-এ-সাইড ম্যাচে আগে করতে নামা পাকিস্তান ৪.৫ ওভারে সবক’টি (৬ উইকেট) হারিয়ে তোলে ১২৩ রান। ছয় প্লেয়ারের ফাইনালে ওভার হয় ৮ বলে।

জবাবে, ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে জয় পায় দ. আফ্রিকা। শেষ বলে দরকার ছিল ৪ রান। বাউন্ডারি হাঁকিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রোটিয়ারা।

পাকিস্তানের ওপেনার হাম্মাদ আজম ১২ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় করেন ৪১ রান। আরেক ওপেনার ফারহান ২ বলে করেন ৪ রান। তিন নম্বরে নামা দলপতি সোহেল তানভীর ০ রানেই সাজঘরে ফেরেন। আনোয়ার আলীর ব্যাট থেকে আসে ১৮ রান। সোহেল খান ১৪ বলে তিনটি চার আর ৫টি ছক্কায় করেন ৪৬ রান। ০ রানে ফেরেন মোহাম্মদ সামি।

১২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ. আফ্রিকার ওপেনার সারেল আরউই ১৫ বলে তিনটি চার আর চারটি ছক্কায় করেন ৩৯ রান। আরেক ওপেনার সায়ানভালা ৫ রানে বিদায় নেন। অ্যাডামসের ব্যাট থেকে বাসে ২০ রান। এনকোলো ০ রানে ফেরেন। স্নোয়াপোয়েল ৯ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় ৩৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ বলে তার ব্যাট থেকেই বাউন্ডারিটি আসে।

পাকিস্তানের সোহেল খান ১ ওভারে ১৪, সোহেল তানভীর ১ ওভারে ৩৭, আর আনোয়ার আলী ১ ওভারে ১৭ রান দিয়ে একটি করে উইকেট পান। মোহাম্মদ সামি ১ ওভারে ১৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ১ ওভারে ৩৩ রান খরচ করে কোনো উইকেট পাননি আনোয়ার আলী।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।