ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ইনিংসেই তিন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এক ইনিংসেই তিন রেকর্ড ছবি: সংগৃহীত

নিজেকে দিন দিন পাহাড়সম উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনাটা এখন আর নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেটের হাল আমলের সেনসেশন যে অচিরেই ‘লিটল মাস্টার’কে ছাড়িয়ে যাবেন, সে ব্যাপারে নিঃসন্দেহ অনেকেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ হাতছানি দিচ্ছিল কোহলিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৩ রান করতে পারলেই এই কীর্তিতে পৌঁছাবেন তারকা এ ব্যাটসম্যান-এমন টার্গেট নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন কোহলি।

৩৭তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে সেই কীর্তি স্পর্শ করেছেন তিনি।

এই ম্যাচের আগ পর্যন্ত ২৮ বছরের কোহলি ২০১টি ওয়ানডেতে ৮ হাজার ৯১৭ রান করেছিলেন। যেখানে ১৯৩টি ইনিংসে ব্যাট করার সুযোগ হয় তার। ব্যক্তিগত ৮৩ রান করে ষষ্ঠ ভারতীয় হিসেবে ৯ হাজারি ক্লাবে প্রবেশ করলেন কোহলি। তার আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিন এই কীর্তি গড়েন। কোহলি ছাড়া বিশ্বব্যাপী ১৯জন ক্রিকেটার এখন পর্যন্ত ৯ হাজার রান করেছেন।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের দু’শতম ওয়ানডে খেলেন কোহলি। এ ম্যাচের মাধ্যমে আবার তিনি ছাড়িয়ে যান পূর্বের সকল কিংবদন্তিদের। দু’শতম ম্যাচে এতো রান ও এতো সেঞ্চুরি (৩১-সিরিজের প্রথম ম্যাচ) করতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যান। এমনকি ব্যাটিং ঈশ্বর শচীনও এমন রেকর্ড গড়তে পারেননি।

এদিকে, দ্রুততম ৯০০০ রানের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০৫ ইনিংসে ৯০০০ রান পূর্ণ করেন তিনি। সেক্ষেত্রে কোহলি ১৯৪ ইনিংসেই ৯ হাজারি ক্লাবের বাসিন্দা।

এই ম্যাচে নামার আগে ২৫ ইনিংসে চলতি বছর ৭৪.৪৩ গড়ে ১৩৪৭ রান করেছেন কোহলি। ২০১১ সালে ক্যারিয়ারের সর্বোচ্চ ১৩৮১ রান করেছিলেন তিনি। আজকের ম্যাচে ৩৫ রান করে ২০১১ সালে গড়া নিজের রেকর্ড টপকে যান কোহলি।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যচে জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা নিয়ে আসে বিরাট কোহলির দল। তাই কানপুরে রোববার সিরিজের শেষ ম্যাচটি হয়ে গেছে সিরিজ-নির্ধারণী বা অলিখিত ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।