ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ছবি:সংগৃহীত

ওয়ানডের পর শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। তবে টি-২০’র শেষ ম্যাচে জিতে বাড়তি আনন্দ অনুভব করলো সরফরাজ আহমেদের দল। কেননা এ ম্যাচটি খেলা হয়েছে ঘরের মাঠ লাহরো। দীর্ঘ নয় বছর পর বড় কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করলো।

পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট, ওয়ানডে ও টি-২০’র প্রথম দুটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। তবে তৃতীয় ও শেষ ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়ায়।

যেখানে ৩৬ রানের জয় পায় পাকিস্তান। প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৮০ করে। জবাবে লঙ্কানরা নয় উইকেট হারিয়ে ১৪৪ করতে সমর্থ হয়।

ইনজুরির কারণে আগের ম্যাচগুলোতে না থাকলেও, শেষ ম্যাচে ফেরেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির। আর ফিরেই চমক দেখান। লঙ্কান ব্যাটসম্যানদের বিধ্বস্ত করে তুলে নেন চার উইকেট। তার বিধ্বংসী বোলিংয়েই মূল লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন দাসুন সানাকা। দুই উইকেট পান আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান ফাহিম আশরাফ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শোয়েব মালিকে হাফসেঞ্চুরিতে ১৮০ রান করে পাকিস্তান। ২৪ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া ৪৫ রান আসে ওপেনার উমর আমিনের ব্যাট থেকে। ম্যাচ ও সিরিজ সেরা হন শোয়েব মালিক।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।