ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমার্জিং ন্যাশন কাপ আয়োজনে পাকিস্তান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ইমার্জিং ন্যাশন কাপ আয়োজনে পাকিস্তান নাজাম শেঠি -ছবি:সংগৃহীত

আগামী এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইমার্জিং ন্যাশন কাপ আয়োজন করবে পাকিস্তান। যা ২০১৮ সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি ভারতের অংশগ্রহন আশা করছেন।

লাহোরে এসিসির এক সভা শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শেঠি বলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এসিসির সভা শেষে গুরুত্বপূর্ণ এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেঠি জানান, এসিসির ছয়টি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেখানে আইসিসির পূর্ণ সদস্যের পাঁচটি দল থাকবে, ‘আমরা একটা শহরের বাইরে খেলা দিতে চাই না। আর অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে থাকবে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছই থেকে উঠে আসা একটি দল। ’

রোববার রাতে শ্রীলঙ্কা ও পাকিস্তান একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে। যেখানে দীর্ঘ আট বছর পর আর্ন্তজাতিক বড় কোনো দল পাকিস্তানের সফর করলো। ২০০৯ সালে এই শ্রীলঙ্কাই পাকিস্তান সফরকালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়।

এশিয়ান ক্রিকেটের উদীয়মানদের নিয়ে ইমার্জিং ন্যাশন কাপ হয়ে থাকে। চলতি বছর সর্বশেষ টুর্নামেন্টটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে পূর্ণ সদস্যের দেশগুলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে দল গঠন করে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।