ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সের জন্য দোয়া চাইলেন মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
রংপুর রাইডার্সের জন্য দোয়া চাইলেন মাশরাফি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কী ছিল না রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন ও প্লেয়ারস পরিচিতি অনুষ্ঠানে। লেজার শো, ফ্যাশন শো এবং প্লেয়ারস অডিও ভিজ্যুয়াল থেকে শুরু করে ছিল শূন্য ব্যান্ড দলের সঙ্গীতানুষ্ঠানও।

এমনই এক জমকালো অনুষ্ঠানের এক পর্যায়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মঞ্চে উঠে বললেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলা উপহার দিতে পারি। ’

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমপাশাপাশি অনুশীলনে সকল ধরনের সহযোগিতার জন্য রংপুর রাইডার্স ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান ম্যাশ।

সোমবার (৩০ অক্টোবর) আয়োজিত ‘মিট দ্য রাইডার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং সিইও ইশতিয়াক সাদেক সহ ফ্র্যাঞ্চাজি ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমচেয়ারম্যান মোস্তফা আজাদ বলেন, ‘আমরা একটি রোমাঞ্চকর দল গঠন করেছি এবং আশা করি রোমাঞ্চকর খেলা উপহার দিতে পারবো। আপনারা জানেন ট্যালেন্ট ক্রিকেটার খুঁজে বের করতে আমরা ইতোমধ্যেই রাইডার্স হান্ট কর্মসূচি নিয়েছি। শুধু তাই নয়, এবার বন্যায় ক্ষতিগ্রস্থ রংপুরের সহায়-সম্বলহীন মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। ’

সিইও ইশতিয়াক সাদেক নিজ বক্তব্যে বলেন, ‘আমরা চেষ্টা করেছি সকলের মন জয় করতে এবং পেরেছি। আমরা আমাদের সমর্থকদের কাছ থেকে বেশ উৎসাহ পেয়েছি। আশা করছি আমরা আপনাদের জয় উপহার দিতে পারবো। ’ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমআর কোচের বক্তব্যে টম মুডি জানান, ‘রংপুর রাইডার্সের হয়ে কাজ করা আমার জন্য বাড়তি সুবিধা। আমি আমার ফ্র্যাঞ্চাজির সকলকে ধন্যবাদ জানাই এমন সুশৃঙ্খল একটি দল গঠন করে তার সঠিক পরিচালনার জন্য। টুর্নামেন্টে আমরা আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চেষ্টা করবো। ’

অনুষ্ঠানের এক পর্যায়ে ক্রিকেট ভক্তদের জন্য রংপুর রাইডার্সের বিশেষায়িত অ্যান্ড্রয়েড গেমস ‘ক্রিকেট স্টার’র সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। গুগল প্লে স্টোর থেকে যে কেউই গেমসটি ডাউনলোড করে খেলতে পারবেন। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমআগামী ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএল পঞ্চম আসরের। যেখানে উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসকে মোকাবেলা করবে রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।