ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন বিসিসিআইয়ের সাবেক কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
চলে গেলেন বিসিসিআইয়ের সাবেক কর্মকর্তা ছবি:সংগৃহীত

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে দায়িত্ব ছেড়েছিলেন এমভি শ্রীধর। হায়দ্রাবাদের সাবেক এ ক্রিকেটার ২০১৩ থেকে ছিলেন বিসিসিআইয়ের ক্রিকেট অপারেশন্সের জেনারেল ম্যানেজার। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

মৃত্যুর সময় শ্রীধরের বসয় হয়েছিল ৫১ বছরের। নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শ্রীধরের পরিবারে রয়েছেন তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

প্রথম শ্রেনীর ক্রিকেটে শ্রীধরের দুর্দান্ত সাফল্য রয়েছে। তার ঝুলিতে রয়েছে ২১টি সেঞ্চুরি। তিনি সেই তিনজন হায়দ্রাবাদ ব্যাটসম্যানের মধ্যে পড়েন যার দখলে রয়েছে প্রথম শ্রেণীর ট্রিপল সেঞ্চুরি। এই তালিকায় রয়েছেন ভিভিএস লক্ষন ও আব্দুল আজিম। ১৯৯৪  অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ৩৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।