ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিসিবি’র দ্বিতীয় তলায় ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নতুন গঠনতন্ত্র অনুয়ায়ী বিসিবিতে পরিচালকের সংখ্যা ২৫ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দু’জন বাদ দিয়ে বাকি ২৩ পরিচালকেরই ভোটের মধ্যদিয়ে নির্বাচিত হওয়ার কথা।

কিন্তু ইতোমধ্যেই ২০ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

তাই অনেকটা নিরুত্তাপই অনুষ্ঠিত হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পরিচালনা পর্ষদের এই নির্বাচন।

আজকের এই নির্বাচনে ভোটের লড়াই হচ্ছে মাত্র তিনটি পদের জন্য। যেখানে ঢাকা বিভাগের ২টি এবং বরিশাল বিভাগের পদের সংখ্যা ১টি। এই তিন পদের বিপরীতে প্রার্থীসংখ্যা ৬ জন। ঢাকার মোট ভোটার সংখ্যা ১৮ এবং বরিশালের ৭ টি।

ঢাকা বিভাগে দুই পরিচালকের নির্বাচনের লড়াইয়ে থাকছেন নাইমুর রহমান দুর্জয়, নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটু, নরসিংদীর শাহীনুল ইসলাম ভুঁইয়া ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। এর মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সভাপতি ও বিগত পরিচালনা পর্ষদের পরিচালক নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু।

বরিশাল বিভাগে এক পরিচালকের বিপরীতে দুই প্রার্থী হলেন, সদ্য বিদায়ী পরিচালক ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার এমএ আউয়াল চৌধুরী ভুলু ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসিসি) থেকে মনোনীত হয়ে পরিচালক হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং এনায়েত হোসেন সিরাজ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।