ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
দেশে ফিরেছে বাংলাদেশ দল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ ৪৫ দিনের এই সফর শেষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় ঢাকায় ফিরেছেন সাকিব-মুশফিকরা। যদিও এই সফরটি সুখকর হয়নি টাইগারদের। তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে দলটি।

এ সফরে টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিলো। যেখানে পচেফস্ট্রুমে প্রথম টেস্টে ৩৩৩ রানে হারে বাংলাদেশ।

ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে আরও বাজে ভাবে ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধানে হার।

টেস্টের ব্যর্থতার পর ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধীনে রঙিন পোশাকেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ১০৪ ও শেষ ম্যাচে ২০০ রানে হেরে যায়।

প্রোটিয়া সফর দিয়েই আবার ভিন্ন তিন ফরম্যাটে তিন অধিনায়কের অধীনে খেলা হয় বাংলাদেশের। সাকিব আল হাসান নেতৃত্ব দেন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে প্রথম টি-টোয়েন্টিতে কিছুটা লড়াই করে ২০ রানে হারলেও শেষ ম্যাচে হারে ৮৩ রানে।

দেশে ফিরে অবশ্য বিশ্রাম পাচ্ছে না বলেই চলে সাকিব-মুশফিকদের। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দুই দিন বিশ্রাম নিয়েই ক্রিকেটাররা ব্যস্ত হয়ে যাবেন নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।