ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিরক্ত সরফরাজের ‘অভিমানী’ স্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বিরক্ত সরফরাজের ‘অভিমানী’ স্ত্রী ছবি: সংগৃহীত

এবারের বিপিএল আসরে খুলনা টাইটান্সের জার্সিতে দেখা যাবে পাকিস্তানের তিন ফরমেটের দলপতি সরফরাজ আহমেদকে। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠ মাতানোর অপেক্ষায় সরফরাজ।

বাংলাদেশে আসার আগে সরফরাজের নেতৃত্বে আবুধাবিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। এরপর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সেখানে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছে পাকিস্তান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি সরফরাজ বাহিনী খেলেছে নিজ দেশে।

লাহোরে সেই ম্যাচ খেলে সরফরাজের হাতে আপাতত দুই-তিনদিনের বিশ্রাম। এরপরই বিপিএল। চলে আসতে হচ্ছে বাংলাদেশে। ক্রিকেটের ব্যস্ত এই সূচিতে বিরক্ত নন সরফরাজ। তবে, বিরক্ত তার ‘অভিমানী’ স্ত্রী সৈয়দা খুশবখত শাহ।

গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা নিয়ে দেশে ফেরে সরফরাজ বাহিনী। এরপর থেকেই টানা ক্রিকেট সূচিতে ব্যস্ত তার দল। ঘরে সময় দিতে পারছেন না পাকিস্তানের দলপতি। সেটা নিয়ে স্ত্রী’র সঙ্গে খুনসুটিও চলছে। সরফরাজ জানান, ‘ঘরের বউকে সবদিক দিয়ে সুখী রাখা পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম। খুশবখত সব সময়ই আমার উপর রেগে থাকে। সে প্রায়ই বলে আমি ঘরে নিজের পরিবারকে সময় দিতে পারি না। তাকে সময় দিতে পারি না। ক্রিকেটের ব্যস্ত সূচিতে এটা আসলেই সম্ভব হয় না। ’

৩০ বছর বয়সী সরফরাজ হাসতে হাসতে আরও যোগ করেন, ‘তবে, আমি ঘরের বউকে কিভাবে সামলাতে হয় সেটা জানি। আমি চেষ্টা করি খুশবখতকে খুশি রাখতে। তার জন্য কিছু না কিছু উপহার নিয়ে যেতে চেষ্টা করি। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।