ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল মিশনে সিলেটে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
বিপিএল মিশনে সিলেটে রংপুর রাইডার্স ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মিশন শুরু করতে সিলেট পৌঁছেছে শিরোপার অন্যতম দাবিদার রংপুর রাইডার্স। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।

আগামী শনিবার (৪ নভেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। খেলা শুরু দুপুর ২টায়।

সন্ধ্যা ৭টায় রাজশাহী কিংসকে মোকাবিলা করবে তারকাসমৃদ্ধ রংপুর রাইডার্স।

প্রথম ৮টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ভেন্যুতে শেষদিন ৮ নভেম্বর (বুধবার) দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে রংপুর। প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।

বৃহস্পতিবার (২ নভেম্বর) থেকে রাইডার্সের অনুশীলন শুরুর কথা রয়েছে। এখনো বিদেশি সব ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেননি। ইতোমধ্যেই রবি বোপারা, সামউল্লাহ শেনওয়ারি, স্যাম হেইন স্কোয়াডে যুক্ত হয়েছেন।

এদিকে বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকায় পা রেখেছেন শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা। সিলেটে টিমের সঙ্গে দ্রুতই যোগ দেবেন তিনি। স্বদেশী পেস আইকন লাসিথ মালিঙ্গা একদিন পিছিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন।

মাশরাফি-গেইল-ম্যাককালামদের নিয়ে বিপিএলে প্রথম শিরোপার স্বপ্ন দেখতেই পারে রংপুর রাইডার্স। সব বিভাগেই এবার তারা একটি ব্যালেন্সড টিম। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে তারকা ক্রিকেটারদের ভিড়িয়ে দলের চেহারাটাই বদলে দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার সামনে থেকে নেতৃত্ব দেবেন রংপুর রাইডার্সকে। কোচ হিসেবে আছেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান টম মুডি।  

একাদশে খেলতে পারবেন পাঁচজন বিদেশি। রংপুরের বিদেশির খেলোয়াড়দের তালিকাটা সমৃদ্ধ। এ তালিকায় ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লস, অ্যাডাম লিথ, রবি বোপারা, থিসারা পেরেরা, সামিয়ুল্লাহ শেনওয়ারি, লাসিথ মালিঙ্গা, স্যামুয়েল বদ্রি অন্যতম।

উল্লেখ্যযোগ্য দেশি ক্রিকেটাররা হলেন শাহরিয়ার নাফিস, শামসুর রহমান, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, এবাদত হোসেন ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।