ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের পঞ্চম এডিশনে যা কিছু নতুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
বিপিএলের পঞ্চম এডিশনে যা কিছু নতুন ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটার সঙ্গে দরজায় কড়া নাড়ছে বিপিএলের পঞ্চম আসর। শনিবার (৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জমজমাট এই টি-২০ টুর্নামেন্টের পর্দা উঠবে।

উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে আতিথ্য দেবে সিলেট সিক্সার্স। খেলা শুরু দুপুর ২টায়।

সন্ধ্যা ৭টায় রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।

ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের ইভেন্টকে আরও আকর্ষণীয় করতে চেষ্টার কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিজনে অপেক্ষা করছে বেশ কিছু নতুনত্ব। তেমন কিছুই পাঠকদের জন্য তুলে ধরা হলো:

এক বছর বিরতির পর সিলেট অঞ্চল থেকে কোনো দল এবারের আসরে অংশ নিয়েছে। সিলেট ফ্র্যাঞ্চাইজি অন্যান্য সিজনে অংশ নিলেও সিলেট সিক্সার্স নামে প্রথমবার শিরোপা লড়াইয়ে নামছে তারা। অন্যদিকে, আর্থিক চুক্তি লঙ্ঘন করায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে বরিশাল বুলস। তাই টিমের সংখ্যা একটি কমে সাত।

একাদশে পাঁচজন বিদেশি খেলানো যাবে। প্রথম দুই আসরেও এই সুযোগ ছিল। গত দু’বার করা হয় চারজন। আবারো তা পাঁচজনে উন্নীত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবার তিনটি ভেন্যুতে খেলা হবে। প্রথমবার বিপিএল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অফিসিয়াল ব্রডকাস্টার হয়েছে গাজী টিভি চ্যানেল। সরাসরি খেলা সম্প্রচার করবে তারা। তিন বছরের জন্য সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে জিটিভি। বিপিএলের আগের ব্রডকাস্ট পার্টনার ছিল চ্যানেল নাইন।

বিপিএলকে আরও উপভোগ্য করে তুলতে স্টেডিয়াম জুড়ে শোভা পাবে ডিজিটাল প্যারিমিটার বোর্ড। এই প্রযুক্তির মাধ্যমে বাউন্ডারি রোপের পেছনের ডিজিটাল বোর্ডে স্বয়ংক্রিয়ভাবে ছবি পরিবর্তিত হবে। যা নজর কাড়বে সবার। দর্শকদের জন্য এটি বাড়তি আকর্ষণ নিঃসন্দেহে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।