ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোদে নয়, গ্যালারি গরম চার-ছক্কার উত্তাপে

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
রোদে নয়, গ্যালারি গরম চার-ছক্কার উত্তাপে ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ঢাকা ডায়নামাইটসের ১৩৭ রান তাড়া করতে নেমেই বিকেল ৩টা ৫৬ মিনিটে প্রথম চারের মার দিয়ে খেলা শুরু করেন সিলেট সিক্সার্সের উদ্বোধনী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের তারকা আন্দ্রে ফ্লেচার। তখনো বিভিন্ন ফটক দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছিলেন দর্শকরা।

প্রতিটি ফটক দিয়ে একে একে প্রবেশ করছেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। প্রখর রোদে সারিবদ্ধভাবে দাঁড়ালেও ত্যক্ত বিরক্ত নন তারা।

তল্লাশি কক্ষে আসার পর রেখে দেওয়া হচ্ছে নিষিদ্ধ সব বস্তু। এমনকি হেডফোনও নেওয়া নিষিদ্ধ অভ্যন্তরে।

এদিকে, টিকিট না পেলেও দর্শকদের অনেকে পাশ্ববর্তী টিলা থেকেই খেলার আবহ অনুভব করছেন। অনেক দর্শক দূরে টিলার পাদদেশে দাঁড়িয়েও খেলা উপভোগ করছেন।

ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমশনিবার (০৪ নভেম্বর) দুপুর ২টায় বিপিএল এর উদ্বোধনী ম্যাচটি শুরু হয়। টসে জিতে ফিল্ডিং নিয়ে মাঠে নামেন জাতীয় দলের অলরাউন্ডার সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও তার দল।

ম্যাচ খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় ঢাকা ডায়নামাইটস। শেষ বিকেলে গ্যালারি ভর্তি দর্শক। চার ছক্কায় উন্মাতাল দর্শকদের কাছে যেনো সূর্যের তাপের তেজস্ক্রিয়তাও ম্লান। পরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটের জয় তুলে নেয় সিলেট।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনইউ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।