ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-নাফিসদের টার্গেট ১৫৫

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
মাশরাফি-নাফিসদের টার্গেট ১৫৫ ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএল আসরের সর্বাধিক শিরোপা জয়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে মাঠে নামে রংপুর রাইডার্স। ড্যারেন স্যামির রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাইডার্স দলপতি ম্যাশ। মুমিনুল-মুশফিক-স্যামিদের রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৫৪ রান।

রাজশাহীর ওপেনার লুক রাইট ১৪ বলে ১১ রান করে বিদায় নেন। তার আগেই বিদায় নেন আরেক ওপেনার মুমিনুল হক (৯)।

তিন নম্বরে নামা রনি তালুকদার খেলেন ৪৭ রানের দারুণ এক ইনিংস। মাশরাফির বলে বোল্ড হওয়ার আগে তিনি ৩৮ বলে তিনটি চার আর দুটি ছক্কা হাঁকান।

শুরুটা ভালো হয়নি মুশফিকের। ৮ বলে ১১ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। সামিত প্যাটেলও সুবিধা করতে পারেননি (৩)। ড্যারেন স্যামি ১৮ বলে একটি চার আর দুটি ছক্কায় করেন ২৯ রান। ফরহাদ রেজা রান আউট হয়ে ফেরার আগে কোনো রানই করতে পারেননি। জেমস ফ্রাঙ্কলিন ২২ বলে একটি করে চার ও ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন। আর ৫ বলে ১৫ রান করে শেষ বলে রানআউট হন মেহেদি হাসান মিরাজ।

রংপুরের দলপতি মাশরাফি ৪ ওভারে এক উইকেট পেলেও রান দিয়েছেন মাত্র ১৮, সাথে ছিল একটি মেডেন। ৪ ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট পান নাজমুল ইসলাম। ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে দুটি উইকেট পান মালিঙ্গা। সোহাগ গাজী ১ ওভারে ৫ রান খরচায় নেন একটি উইকেট। থিসারা পেরেরা ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। রবি বোপারা ১ ওভারে ৯ রান খরচ করে কোনো উইকেট পাননি। ৪ ওভারে ৪৩ রান দিয়েও উইকেটের দেখা মেলেনি রুবেল হোসেনের।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামা রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের তালিকায় লুক রাইট, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, কেরসিক উইলিয়ামস। আর দেশি তারকাদের মধ্যে মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম, ফরহাদ রেজা, মেহেদি হাসান মিরাজ আর নিহাদুজ্জামান।

এদিকে, মাশরাফির নেতৃত্বে খেলছেন শাহরিয়ার নাফিস, অ্যাডাম লিথ, জনসন চার্লস, রবি বোপারা, থিসারা পেরেরা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম এবং লাসিথ মালিঙ্গা। রংপুরের একাদশে নেই ব্রেন্ডন ম্যাককালাম আর ক্রিস গেইল। দলের সঙ্গে খুব শিগগিরই যোগ দেবেন তারা।

শনিবার (৪ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে এবং বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচেই জয় তুলে নিয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। স্বাগতিকরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়েছে। হাতে বল ছিল আরও ১৯টি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ৪ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।