ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের সময়সূচিতে আসছে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বিপিএলের সময়সূচিতে আসছে পরিবর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দর্শকদের কথা মাথায় রেখে বিপিএলের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। ঢাকা পর্ব থেকে তা কার্যকর হবে। সিলেটে এখন দুপুর ২টায় প্রথম ম্যাচ ও দিনের দ্বিতীয় খেলা শুরু হয় সন্ধ্যা ৭টায়।

৮ ম্যাচের সিলেট পর্ব শেষে বর্তমান সময়সূচি আর থাকছে না। ১ ঘণ্টা এগিয়ে দুপুরের ম্যাচ শুরু হবে ১টায়।

সন্ধ্যার ম্যাচ মাঠে গড়াবে ৬টায়। শুধুমাত্র শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে আগের মতোই যথাক্রমে ২টা ও ৭টায়।

একাধিক কারণে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। এতে প্রাধান্য পেয়েছে দর্শকদের স্বার্থ। রাতের ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ হতে প্রায় ১১টায় বেজে যায়। পরে বাড়ি ফিরতে দর্শকদের ভোগান্তি পোহাতে হয়। রাস্তায় যানবাহনের স্বল্পতা থাকে।

এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘কয়েকটি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা যখন শেষ হয় দর্শকদের বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হয়। যানবাহনের স্বল্পতা থাকে। শিশির আরেকটি কারণ। প্রায় প্রতিদিনই ম্যাচ থাকে। পরদিন মাঠ প্রস্তুত করতে কিউরেটর-মাঠকর্মীদের একটু সময় দিতেই খেলা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

আগামী ১১ নভেম্বর (শনিবার) থেকে ঢাকা পর্ব শুরু। দিনের প্রথম ম্যাচ দিয়ে পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে। রাজশাহী কিংসকে মোকাবিলা করবে রংপুর রাইডার্স। সন্ধ্যায় সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

বুধবার (৮ নভেম্বর) শেষ হবে সিলেট পর্ব। সোমবার (৬ নভেম্বর) কোনো খেলা নেই। প্রতিদিনই রয়েছে স্বাগতিকদের ম্যাচসূচি। হোম ভেন্যুতে তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স।

তৃতীয় ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মোট ১০টি ম্যাচ রাখা হয়েছে। শুরু ২৪ নভেম্বর থেকে খুলনা-রংপুর ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের ২৫তম। সিলেট পর্বের মতোই চট্টগ্রামেও থাকছে একদিনের বিরতি (২৬ নভেম্বর)। ২ ডিসেম্বর আবারো ঢাকায় ফিরবে বিপিএল। ১২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।

ঘরের মাঠে টানা দুই ম্যাচ জিতে ছন্দে নাসির-সাব্বিরের সিলেট সিক্সার্স। উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান শীর্ষে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।